হোম > জাতীয়

আপনি নিজে মন্ত্রী, সিন্ডিকেট থামান: শিল্প প্রতিমন্ত্রীকে কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্য বাড়ছে, এমন মন্তব্য করায় শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের সমালোচনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি তাঁকে উদ্দেশ করে বলেছেন, ‘নিজে মন্ত্রী, সিন্ডিকেট নিজে থামান। এগুলো বললে নিজের গায়ে আসে।’

আজ শনিবার রাজধানীর জাতীয় বুদ্ধিজীবী স্মৃতিসৌধে চত্বরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত প্রতিবাদ সমাবেশ প্রধান অতিথির বক্তব্য দেওয়ার শেষ সময়ে মঞ্চে থাকা কামাল আহমেদ মজুমদারকে উদ্দেশ করে এ কথা বলেন ওবায়দুল কাদের। তবে কামাল আহমেদ মজুমদার এর কোনো প্রতিক্রিয়া জানাননি।

বিএনপির ‘দেশবিরোধী ষড়যন্ত্র, মিথ্যাচার ও অপপ্রচারের’ প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়। 

গত বৃহস্পতিবার রাজধানীতে হওয়া এক কর্মশালায় কামাল আহমেদ মজুমদার বলেন, ‘আমি অনেককে দেখেছি, বাজার করতে গিয়ে কাঁদছেন। কারণ বাজারের যে অবস্থা, তাঁর পকেটে সে টাকা নেই। এটার একমাত্র কারণ সিন্ডিকেট।’ 

অনুষ্ঠান মঞ্চে ওবায়দুল ঢাকা মহানগর উত্তরের থানা এবং ওয়ার্ড সম্মেলনের পরেও এখনো কমিটি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। এ সময় মঞ্চে উপস্থিত সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এসএম মান্নান কচির সঙ্গে কথা বলেন তিনি। সবশেষে তিনি বলেন, ‘এক সপ্তাহ পরে কমিটি দিবে।’

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

ডিসেম্বরে ১৫৫ কোটি টাকার বেশি চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি

বিটিএমসির বিরুদ্ধে ৪৫ কোটি টাকার যন্ত্রপাতি ১২ লাখে বিক্রির অভিযোগ, দুদকের অনুসন্ধান শুরু

সাবেক পুলিশ কর্মকর্তা হামিদুল আলম ও স্বজনদের বিরুদ্ধে দুদকের দুই মামলা

‘হত্যাচেষ্টার’ শিকারদের খোঁজ মেলেনি, শেখ হাসিনা ও জয়সহ ১১৩ আসামির অব্যাহতি চায় পিবিআই

দ্বৈত নাগরিকত্ব: চট্টগ্রাম-৯ আসনে জামায়াত প্রার্থীর আপিল নামঞ্জুর

মানবতাবিরোধী অপরাধ: আনিসুল-সালমানের বিরুদ্ধে অভিযোগ গঠন

গণভোটের সচেতনতায় দেশজুড়ে ব্যাপক কর্মসূচি শুরু সরকারের