হোম > জাতীয়

আপনি নিজে মন্ত্রী, সিন্ডিকেট থামান: শিল্প প্রতিমন্ত্রীকে কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্য বাড়ছে, এমন মন্তব্য করায় শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের সমালোচনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি তাঁকে উদ্দেশ করে বলেছেন, ‘নিজে মন্ত্রী, সিন্ডিকেট নিজে থামান। এগুলো বললে নিজের গায়ে আসে।’

আজ শনিবার রাজধানীর জাতীয় বুদ্ধিজীবী স্মৃতিসৌধে চত্বরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত প্রতিবাদ সমাবেশ প্রধান অতিথির বক্তব্য দেওয়ার শেষ সময়ে মঞ্চে থাকা কামাল আহমেদ মজুমদারকে উদ্দেশ করে এ কথা বলেন ওবায়দুল কাদের। তবে কামাল আহমেদ মজুমদার এর কোনো প্রতিক্রিয়া জানাননি।

বিএনপির ‘দেশবিরোধী ষড়যন্ত্র, মিথ্যাচার ও অপপ্রচারের’ প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়। 

গত বৃহস্পতিবার রাজধানীতে হওয়া এক কর্মশালায় কামাল আহমেদ মজুমদার বলেন, ‘আমি অনেককে দেখেছি, বাজার করতে গিয়ে কাঁদছেন। কারণ বাজারের যে অবস্থা, তাঁর পকেটে সে টাকা নেই। এটার একমাত্র কারণ সিন্ডিকেট।’ 

অনুষ্ঠান মঞ্চে ওবায়দুল ঢাকা মহানগর উত্তরের থানা এবং ওয়ার্ড সম্মেলনের পরেও এখনো কমিটি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। এ সময় মঞ্চে উপস্থিত সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এসএম মান্নান কচির সঙ্গে কথা বলেন তিনি। সবশেষে তিনি বলেন, ‘এক সপ্তাহ পরে কমিটি দিবে।’

আজ শুভ বড়দিন

পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী

জুলাই অভ্যুত্থানে চানখাঁরপুলে হত্যাকাণ্ডের রায় ২০ জানুয়ারি

বড়দিন উপলক্ষে ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

তারেক রহমানের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করছে সরকার: প্রেস সচিব

ইন্টারনেট সেবা কখনোই বন্ধ করা যাবে না—বিটিআরসি পাচ্ছে পূর্ণ স্বায়ত্তশাসন

নতুন সংশোধিত বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা হবে: প্রেস সচিব

পাঁচ মার্কিন আইনপ্রণেতার চিঠির বিষয়ে জানেন না প্রেস সচিব

পোস্টাল ভোটের জন্য নিবন্ধনের সময় বাড়ল

ওসমান হাদি ও দীপু চন্দ্র হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে: প্রেস সচিব