ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রংপুরের পীরগঞ্জের পরিতোষ সরকারকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছিলেন আদালত। আজ বৃহস্পতিবার তাঁর আপিল মঞ্জুর করে খালাস দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মো. আশরাফুল কামালের একক বেঞ্চ এ রায় দেন।
তবে রাষ্ট্রপক্ষে থাকা ডেপুটি অ্যাটর্নি জেনারেল গিয়াস উদ্দিন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমি আপিল করার জন্য অ্যাটর্নি জেনারেলকে নোটিশ দিয়েছি।’
ফেসবুকে ধর্ম অবমাননার দায়ে গত বছরের ৮ ফেব্রুয়ারি পরিতোষ সরকারকে ১১ বছরের কারাদণ্ড দেন রংপুরের সাইবার ট্রাইব্যুনালের বিচারক। ডিজিটাল নিরাপত্তা আইনের চারটি ধারায় তাঁকে এক বছর, দুই বছর, তিন বছর ও পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত।
তবে সব সাজা একসঙ্গে চলায় তাঁকে সর্বোচ্চ পাঁচ বছর কারাভোগ করতে হতো। রায়ে তাকে ৩০ হাজার টাকা জরিমানাও করা হয়। পরে রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন পরিতোষ।