হোম > জাতীয়

দুর্নীতির মামলায় সাজার বিরুদ্ধে বিএনপির আমানের আপিল শুনানি ২০ নভেম্বর 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দুর্নীতির মামলায় ১৩ বছরের সাজার বিরুদ্ধে বিএনপি নেতা আমান উল্লাহ আমানের আপিল ও জামিন শুনানির জন্য ২০ নভেম্বর দিন ধার্য করা হয়েছে। আজ বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ দিন ঠিক করেন। 

ধার্যকৃত দিনে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে। আদালতে আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। 

এর আগে গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান সাজার বিরুদ্ধে আপিল দায়ের করেন। আবেদনে খালাসের সঙ্গে জামিনও চাওয়া হয়। গত ১০ সেপ্টেম্বর দুর্নীতির মামলায় দণ্ডিত আমান উল্লাহ আমান আত্মসমর্পণ করলে তাঁকে কারাগারে পাঠান আদালত। 

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আমান দম্পতির বিরুদ্ধে ২০০৭ সালে রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন। ওই মামলায় একই বছর বিশেষ জজ আদালত আমানকে ১৩ বছর ও সাবেরাকে তিন বছরের কারাদণ্ড দেন। রায়ের বিরুদ্ধে আপিল করলে হাইকোর্ট তাঁদের খালাস দেন। 

পরবর্তীতে দুদক আপিল করলে ২০১৪ সালে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করেন আপিল বিভাগ। একই সঙ্গে হাইকোর্টে পুনঃশুনানির নির্দেশ দেওয়া হয়। এরপর হাইকোর্ট পুনঃশুনানি শেষে গত ৩০ মে তাঁদের দণ্ড বহাল রেখে রায় দেন। 

গত ৭ আগস্ট হাইকোর্টের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়। আর রায় পাওয়ার দুই সপ্তাহের মধ্যে তাঁদের বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়। সে অনুযায়ী আত্মসমর্পণ করেন আমান।

কার্যক্রম প্রভাবিত করতে মনগড়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে: গুম কমিশন

জনসচেতনতায় ‘ভোটের গাড়ির’ প্রচারণা শুরু সোমবার

দেড় দশকে পুলিশ, বিচার ও প্রশাসনের ভিত দুর্বল করা হয়েছে: আসিফ নজরুল

নির্বাচনের পরিবেশ তৈরিতে অপারেশন শুরু করবে যৌথ বাহিনী: ইসি সানাউল্লাহ

হাদি হত্যা: ফয়সালসহ সংশ্লিষ্টদের অ্যাকাউন্টে ১২৭ কোটি টাকার লেনদেন

‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আগামী পাঁচ দিন শীতের অনুভূতি বাড়বে

অবশেষে প্রজাপতি প্রতীকে নিবন্ধন পেল আমজনতার দল

ফয়সালের অবস্থান নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: অতিরিক্ত আইজিপি

এনএসআইয়ের ১৩ কর্মকর্তার দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে দুদক