হোম > জাতীয়

রাতেই চট্টগ্রাম-ঢাকা ট্রেন চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চট্টগ্রাম অঞ্চলে ভয়াবহ বন্যার কারণে চার দিন বন্ধ থাকার পর আজ সোমবার রাত থেকে আবার চালু হচ্ছে চট্টগ্রাম-ঢাকা ট্রেন চলাচল। তবে সব ধরনের ট্রেন এখনই চলবে না। কমলাপুর স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

মাসুদ সারওয়ার বলেন, ‘আজ সোমবার রাত সাড়ে ১১টায় চট্টগ্রাম স্টেশন ছাড়বে ঢাকাগামী আন্তনগর ট্রেন তূর্ণা। এ ছাড়া রাত পৌনে ১২টায় চট্টগ্রাম ছেড়ে যাবে ঢাকাগামী চট্টগ্রাম মেইল। তবে এখনই সবগুলো আন্তনগর ট্রেন চলবে না।’ 

এর আগে, ২২ আগস্ট দুপুর সাড়ে ১২টা থেকে চট্টগ্রামের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়। বন্যার কারণে সিলেট রুটে দুই দিন ট্রেন বন্ধ থাকার পর শনিবার থেকে চলাচল শুরু হয়। 

রেলওয়ে বলছে, ফেনী থেকে ফাজিলপুর পর্যন্ত রেললাইন বন্যার পানিতে ডুবে গিয়েছিল। সিলেট রুটের কয়েকটি জায়গায়ও পানি উঠেছে। এ ছাড়া বন্যার পানিতে কুমিল্লায় রেললাইন উপড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ফেনী স্টেশনে বন্যার পানি জমেছিল। কক্সবাজার রেলরুটেও পাহাড় ধসও হয়েছে। সার্বিক পরিস্থিতি মিলিয়ে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছিল। 

রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তারা জানান, ঢাকা-চট্টগ্রাম রেলপথে দুটি লেন আছে। স্রোতে একটি লেন (চট্টগ্রাম থেকে ঢাকামুখী লেন) বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যটি তুলনামূলক কম। এটি সংস্কার করে ট্রেন চলাচলের উপযোগী করা হয়েছে।

যমুনা রেলসেতু: মেয়াদ বাড়ছে, কমছে প্রকল্পের খরচ

শুক্রবার সন্ধ্যায় দেশে আসবে ওসমান হাদির মরদেহ

অস্ত্রোপচারের সময় মারা যান ওসমান হাদি: ডা. আহাদ

ওসমান হাদির মৃত্যুতে শুক্রবার বিশেষ মোনাজাত, শনিবার রাষ্ট্রীয় শোক

হাদির মৃত্যুতে দেশ সাহসী কণ্ঠস্বর হারাল: প্রধান বিচারপতি

শহীদ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব নেবে সরকার

ওসমান হাদির মৃত্যুর পর জাতির উদ্দেশে যা বললেন প্রধান উপদেষ্টা

জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

কিছুক্ষণের মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির বিদায়ী সাক্ষাৎ