হোম > জাতীয়

রাতেই চট্টগ্রাম-ঢাকা ট্রেন চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চট্টগ্রাম অঞ্চলে ভয়াবহ বন্যার কারণে চার দিন বন্ধ থাকার পর আজ সোমবার রাত থেকে আবার চালু হচ্ছে চট্টগ্রাম-ঢাকা ট্রেন চলাচল। তবে সব ধরনের ট্রেন এখনই চলবে না। কমলাপুর স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

মাসুদ সারওয়ার বলেন, ‘আজ সোমবার রাত সাড়ে ১১টায় চট্টগ্রাম স্টেশন ছাড়বে ঢাকাগামী আন্তনগর ট্রেন তূর্ণা। এ ছাড়া রাত পৌনে ১২টায় চট্টগ্রাম ছেড়ে যাবে ঢাকাগামী চট্টগ্রাম মেইল। তবে এখনই সবগুলো আন্তনগর ট্রেন চলবে না।’ 

এর আগে, ২২ আগস্ট দুপুর সাড়ে ১২টা থেকে চট্টগ্রামের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়। বন্যার কারণে সিলেট রুটে দুই দিন ট্রেন বন্ধ থাকার পর শনিবার থেকে চলাচল শুরু হয়। 

রেলওয়ে বলছে, ফেনী থেকে ফাজিলপুর পর্যন্ত রেললাইন বন্যার পানিতে ডুবে গিয়েছিল। সিলেট রুটের কয়েকটি জায়গায়ও পানি উঠেছে। এ ছাড়া বন্যার পানিতে কুমিল্লায় রেললাইন উপড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ফেনী স্টেশনে বন্যার পানি জমেছিল। কক্সবাজার রেলরুটেও পাহাড় ধসও হয়েছে। সার্বিক পরিস্থিতি মিলিয়ে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছিল। 

রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তারা জানান, ঢাকা-চট্টগ্রাম রেলপথে দুটি লেন আছে। স্রোতে একটি লেন (চট্টগ্রাম থেকে ঢাকামুখী লেন) বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যটি তুলনামূলক কম। এটি সংস্কার করে ট্রেন চলাচলের উপযোগী করা হয়েছে।

অন্তর্বর্তী সরকারের ক্ষুদ্রঋণ ব্যাংক বিশ্বে দৃষ্টান্ত সৃষ্টি করবে: সিডিএফ

খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন জকসুর ছাত্রদল-সমর্থিত প্যানেলের নবনির্বাচিতরা

প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রশ্নফাঁসের অভিযোগ, বিভিন্ন জেলায় শতাধিক আটক

পীর আউলিয়ার হাত ধরে ইসলাম এসেছে, মাজারে হামলা নিন্দনীয়: শফিকুল আলম

পাবনা-১ ও ২ আসনের নির্বাচন স্থগিত

ওয়াশিংটন সফরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, যা আলোচনা হলো মার্কিনদের সঙ্গে

সংসদ নির্বাচন: উদ্বেগ বাড়াচ্ছে পুলিশের লুট হওয়া ১ হাজার ৩৩৫ অস্ত্র

সংসদ নির্বাচন হলফনামার তথ্য: অস্ত্রের মালিক ১৫৩ প্রার্থী

শেখ মুজিবুর রহমান হলের নাম শহীদ ওসমান হাদি হল করার সুপারিশ

নির্বাচন পর্যবেক্ষণে ভারত-পাকিস্তানসহ যেসব দেশ ও সংস্থাকে আমন্ত্রণ জানাল ইসি