হোম > জাতীয়

কওমি শিক্ষার্থীদের স্বীকৃত সনদের দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন আল-হাইয়াতুল উলিয়ার প্রতিনিধি দল। ছবি: সংগৃহীত

দেশের কওমি মাদ্রাসাগুলোর শিক্ষার্থীদের জন্য স্বীকৃত সনদের দাবি জানিয়েছে আল-হাইয়াতুল উলিয়া। আজ সোমবার ধর্ম বিষয়ক উপদেষ্টা আফম খালিদ হোসেনের সঙ্গে সচিবালয়ে সাক্ষাৎ করে এই দাবি জানান।

সাক্ষাৎকালে ধর্ম উপদেষ্টা বলেন, ‘কওমি শিক্ষার্থীদের জ্ঞান ও কর্মদক্ষতা জাতিকে সমৃদ্ধ করতে পারে। তাদের নৈতিক শিক্ষা ও সৃজনশীলতাকে পরিকল্পিতভাবে কাজে লাগানো সম্ভব হলে দেশ আরও এগিয়ে যাবে।’

আফম খালিদ হোসেন বলেন, ‘সরকার কওমি মাদ্রাসার স্বীকৃত সনদ বাস্তবায়নের বিষয়ে আন্তরিক। তবে এ ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট রূপরেখার মাধ্যমে এগিয়ে যেতে হবে।’ সরকার সে লক্ষ্যে কাজ করছে বলেও তিনি প্রতিনিধি দলকে জানান। এ সময় তিনি সনদ বাস্তবায়নে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।

প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন আল-হাইয়াতুল উলিয়ার কো-চেয়ারম্যান আল্লামা শেখ সাজিদুর রহমান। অন্যান্যদের মধ্যে ছিলেন বসুন্ধরা রিসার্চ সেন্টারের পরিচালক মাওলানা মুফতি আরশাদ রাহমানী, বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব মাওলানা মাহফুজুল হক, মাওলানা মুছলেহ উদ্দিন রাজু, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, মাওলানা আব্দুল বছীর, মাওলানা মুফতি মোহাম্মাদ আলী ও মাওলানা নেয়ামাতুল্লাহ আল ফরীদী প্রমুখ।

উল্লেখ্য, আল-হাইয়াতুল উলিয়া দেশের কওমি মাদ্রাসাগুলোর সর্বোচ্চ শিক্ষা পরিষদ।

খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করতে মানুষের ঢল

খালেদা জিয়াকে চিরবিদায় জানাতে আসবেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা

খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার

প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি: আসিফ নজরুল

খালেদা জিয়ার জানাজা-দাফনে মোতায়েন থাকবেন ১০ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

খালেদা জিয়ার মৃত্যুতে নোয়াবের শোক

আবারও বাড়ল পোস্টাল ভোটের নিবন্ধনের সময়

খালেদা জিয়ার ৩ আসনে এখন কী হবে, জানাল নির্বাচন কমিশন