রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদুভূকম্পন অনুভূত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কম্পন অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রাত ১২টা ২৮ মিনিটে কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারের মনিওয়া। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, চট্টগ্রাম ও কক্সবাজারে এই কম্পন তুলনামূলক বেশি অনুভূত হয়। ভূপৃষ্ঠ থেকে ১১৪ কিলোমিটার গভীরে এই কম্পনের উৎপত্তি হয়।