হোম > জাতীয়

জাতিসংঘের অনুরোধের পরেও আগের অবস্থানে বাংলাদেশ

কূটনৈতিক প্রতিবেদক

ঢাকা: রোহিঙ্গাদের চলাচলে স্বাধীনতা দিতে জাতিসংঘের অনুরোধের পর কঠোর অবস্থানে যাচ্ছে বাংলাদেশ। রোহিঙ্গা ক্যাম্প ঘিরে কাঁটাতারের বেড়া নির্মাণের যে পরিকল্পনা ছিল, তা চলতি বছরের মধ্যে শেষ করবে সরকার। আজ বুধবার সন্ধ্যায় জাতীয় টাস্কফোর্সের ৩৪ তম বৈঠকে জাতিসংঘের অনুরোধের বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন সাংবাদিকদের বলেন, করোনার কারণে কিছুটা পিছিয়ে গেলেও ক্যাম্পগুলোতে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ এখন বেশ গতি পেয়েছে। বেড়া নির্মাণ হলে নিরাপত্তাজনিত সমস্যা বা অবাধ চলাফেরা অনেকটা কমে আসবে।

রোহিঙ্গাদের চলাচলের স্বাধীনতা নিয়ে জাতিসংঘের আহ্বানের বিষয়ে প্রশ্ন করা হলে পররাষ্ট্রসচিব বলেন, ‘আমরা বিশ্বের অত্যন্ত ঘনবসতিপূর্ণে দেশ। রোহিঙ্গাদের সুনির্দিষ্ট স্থানে আটকে রাখা ছাড়া আমাদের অন্য কোনো সুযোগ নেই। ক্যাম্পে অপরাধ চক্র গড়ে উঠেছে। চাঁদাবাজি, মাদক ও মানব পাচারসহ বিভিন্ন ধরনের অপরাধের ঘটনা ঘটছে। সেই সঙ্গে জঙ্গিবাদের উত্থানের একটি ভয়ও আছে। এসব কারণে ক্যাম্পের নিরাপত্তা আমাদের কাছে অত্যন্ত জরুরি।’

এদিকে রোহিঙ্গা ক্যাম্পে কোভিড–১৯ পরিস্থিতি খারাপ হচ্ছে জানিয়ে পররাষ্ট্রসচিব বলেন, এক সময়ে ক্যাম্পে করোনা পরিস্থিতি ভালো ছিল। সংক্রমণের হার ১ শতাংশের নিচে ছিল। তবে গত তিন দিন ধরে ক্যাম্পে সংক্রমণের হার ১৪ দশমিক ৫ শতাংশ। এ সময়ে জাতীয় গড় সংক্রমণ ১২ শতাংশ। এটি একটি দুশ্চিন্তার বিষয়।

রোহিঙ্গা শিবিরে করোনার টিকা কর্মসূচি প্রসঙ্গে সচিব বলেন, জাতিসংঘ রোহিঙ্গা ও সেখানকার স্থানীয় জনগণের জন্য টিকার ব্যবস্থা করলে আমরা সেই উদ্যোগকে স্বাগত জানাব। তবে আমাদের যে টিকা আছে, সেখান থেকে রোহিঙ্গাদের টিকা দেওয়া সম্ভব নয়।

পররাষ্ট্রসচিব আরও বলেন, বৈঠকে জাতিসংঘের অংশগ্রহণকারীরা ভাসানচর নিয়ে আলোচনা করেছেন। ভাসানচরে জাতিসংঘকে দ্রুত যোগ করার বিষয়ে প্রতিনিধিরা তাদের আগ্রহের কথা জানান। একটি কমিটি করা হয়েছে। কমিটি আগামীকাল বৃহস্পতিবার প্রথম বৈঠকে বসবে। জাতিসংঘ কীভাবে ভাসানচরে মানবিক কার্যক্রম চালাবে, তা নিয়ে আলোচনা হবে। তিনি বলেন, চলতি বছরের মধ্যে আরও ৮০ হাজার রোহিঙ্গাকে ভাসানচরে নেওয়া হবে।

শান্তিরক্ষা মিশনে দক্ষিণ সুদানে যাত্রা করলেন নৌবাহিনীর ৭১ সদস্য

জানুয়ারির মাঝামাঝি সাংবাদিকদের মহাসম্মেলনের ঘোষণা নোয়াব সভাপতির

বাংলাদেশ-ভারত উত্তেজনা আর বাড়তে না দেওয়ার আহ্বান রাশিয়ার রাষ্ট্রদূতের

হজ প্যাকেজের অবশিষ্ট টাকা জমা দিতে হবে ৩১ ডিসেম্বরের মধ্যে

বিএনপি মনোনীত প্রার্থীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

হাদি হত্যাকাণ্ড: বেশ অগ্রগতি হয়েছে, মূল হোতাকে খুঁজে বের করার চেষ্টা চলছে

হাদি হত্যার পুলিশ প্রতিবেদন আসার ৯০ দিনের মধ্যে বিচার সম্পন্ন করা হবে: আইন উপদেষ্টা

ভোটের দিন যত এগিয়ে আসবে, ভয় তত কেটে যাবে: সিইসি

প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলায় গ্রেপ্তার ১৭: ডিএমপি

তারা মধ্যযুগীয় কায়দায় পুড়িয়ে মারতে চেয়েছে: নূরুল কবীর