মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে ফেরত পাঠাতে বিশ্ব সম্প্রদায়ের জোরালো ভূমিকা পালন করা দরকার বলে উল্লেখ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
২০১৭ সাল থেকে পাঁচ বছর চেষ্টার পরও কোনো রোহিঙ্গাকে ফেরত পাঠানো সম্ভব না হওয়ায় এবং বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে চলমান উত্তেজনা-সম্পর্কিত এক প্রশ্নের জবাবে বুধবার ঢাকায় এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
১৯ সেপ্টেম্বর থেকে নিউইয়র্কে শুরু হওয়া জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনের পাশাপাশি রোহিঙ্গাবিষয়ক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।
প্রায় ১১ লাখ রোহিঙ্গা বর্তমানে কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে আশ্রয়ে রয়েছে।