হোম > জাতীয়

দোরাইস্বামীর স্থলাভিষিক্ত হতে পারেন সুধাকর দালেলা

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশে দায়িত্ব পালন করে এবার যুক্তরাজ্যে ভারত মিশনের দায়িত্ব নিতে যাচ্ছেন ঢাকার ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। আর তাঁর স্থানে ঢাকায় দায়িত্ব নিয়ে আসতে পারেন সুধাকর দালেলা। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে। 

হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, রীভা গাঙ্গুলি দাশের উত্তরসূরি হয়ে দুই বছর আগে ঢাকায় ভারতীয় হাইকমিশনার হয়ে আসেন দোরাইস্বামী। লন্ডনে গায়ত্রী ইশার কুমারের জায়গায় বিক্রম দোরাইস্বামীর পদায়ন নিশ্চিত হয়ে গেছে। পেশাদার কূটনীতিক বিক্রম দোরাইস্বামী বাংলাদেশে আসার আগে দক্ষিণ কোরিয়া ও উজবেকিস্তানে ভারতের রাষ্ট্রদূত ছিলেন। 

দিল্লি ইউনিভার্সিটির ইতিহাসের ছাত্র দোরাইস্বামী ১৯৯২ সালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়ার আগে কিছুদিন সাংবাদিকতাও করেছিলেন। 

সুধাকর দালেলা ১৯৯৩ সালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে ভারতীয় মিশনের উপপ্রধানের দায়িত্ব পালন করছেন। কূটনীতিক হিসেবে সুধাকরের কাজ শুরু হয় ইসরায়েলে। পরে তিনি ব্রাজিল, সুইজারল্যান্ডেও কাজ করেছেন। ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসে রাজনীতিবিষয়ক মিনিস্টারের পদেও ছিলেন তিনি। সুধাকর বিশ্ব বাণিজ্য সংস্থায় ভারতের স্থায়ী প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেন। তড়িৎ কৌশলে স্নাতক ডিগ্রিধারী সুধাকর এক মেয়ে ও এক ছেলের জনক।

আজ শুভ বড়দিন

পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী

জুলাই অভ্যুত্থানে চানখাঁরপুলে হত্যাকাণ্ডের রায় ২০ জানুয়ারি

বড়দিন উপলক্ষে ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

তারেক রহমানের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করছে সরকার: প্রেস সচিব

ইন্টারনেট সেবা কখনোই বন্ধ করা যাবে না—বিটিআরসি পাচ্ছে পূর্ণ স্বায়ত্তশাসন

নতুন সংশোধিত বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা হবে: প্রেস সচিব

পাঁচ মার্কিন আইনপ্রণেতার চিঠির বিষয়ে জানেন না প্রেস সচিব

পোস্টাল ভোটের জন্য নিবন্ধনের সময় বাড়ল

ওসমান হাদি ও দীপু চন্দ্র হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে: প্রেস সচিব