হোম > জাতীয়

১০ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবে দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন করে দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন করার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ ক্ষেত্রে নিবন্ধন প্রত্যাশীদের আগামী ১০ আগস্ট বিকেল ৫টার মধ্যে নির্ধারিত ফরমে ইসির সিনিয়র সচিবের কাছে আবেদন করতে হবে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, রোববার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হতে পারে। এ ক্ষেত্রে নিবন্ধন সংক্রান্ত বিজ্ঞপ্তি ও আবেদন ফরম ইসি সচিবালয়ের জনসংযোগ শাখার ১০৫ নম্বর কক্ষে এবং ইসির ওয়েবসাইটে পাওয়া যাবে।

এর আগে, ১৭ জুলাই নির্বাচন পর্যবেক্ষণ নীতিমাল ২০২৫ জারি করে ইসি। পাশাপাশি আওয়ামী লীগের আমলে নিবন্ধন পাওয়া ৯৬টি পর্যবেক্ষক সংস্থার সবগুলোর নিবন্ধন বাতিল করা হয়।

নতুন নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালায়, পর্যবেক্ষক হতে এইচএসসি পাস বা সমমানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। সেই সঙ্গে পর্যবেক্ষকদের সর্বনিম্ন বয়স ২১ বছর করা হয়েছে। আগে পর্যবেক্ষকদের ন্যূনতম শিক্ষাগতযোগ্যতা এসএসসি বা সমমান এবং পর্যবেক্ষকদের বয়স ন্যূনতম ২৫ বছর ছিল।

নতুন নীতিমালার আলোকে আগ্রহী সংস্থাকে আবেদন করবে হবে এবং পুরো প্রক্রিয়া শেষ করে ৫ বছরের জন্য নিবন্ধন দেবে ইসি। নিবন্ধিত পর্যবেক্ষক সংস্থা তিনদিন পর্যবেক্ষণ করার বিধান যুক্ত করা হয়েছে।

নতুন পর্যবেক্ষক নীতিমালায় আরও উল্লেখ রয়েছে, নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন বা আছেন কিংবা নিবন্ধন পেতে আবেদনের সময়ের মধ্যে কোনো নির্বাচনের প্রার্থী হতে আগ্রহী এমন কোনো ব্যক্তি যদি পর্যবেক্ষণের জন্য আবেদনকারী কোনো সংস্থার প্রধান নির্বাহী কিংবা পরিচালনা পর্ষদে বা ব্যবস্থাপনা কমিটির সদস্য হয়ে থাকেন, তাহলে সেটি যে নামেই হোক না কেন উক্ত সংস্থাকে পর্যবেক্ষক সংস্থা হিসেবে নিবন্ধন করা হবে না।

আবেদনকারী সংস্থার প্রধান নির্বাহী কিংবা পরিচালনা পর্ষদের বা ব্যবস্থাপনা কমিটির কোনো সদস্য রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট নয় উল্লেখ করে আবেদনের সঙ্গে লিখিত হলফনামা জমা দিতে হবে।

শর্তের মধ্যে উল্লেখ করা হয়, নিবন্ধন পাওয়ার পাঁচ বছরের মধ্যে অনুষ্ঠিত জাতয় সংসদের যেকোনো একটি সাধারণ ও স্থানীয় সরকারের অন্তত চারটি নির্বাচন পর্যবেক্ষণ করে প্রতিবেদন ইসি সচিবালয়ে দাখিল করতে হবে। দুই বছর পরপর নিবন্ধিত সংস্থার দ্বি-বার্ষিক প্রতিবেদন জমা দিতে হবে।

প্রার্থিতা ফিরে পেলেন আরও ৪৪ জন, আপিল শুনানি শেষ কাল

নির্বাচন পর্যবেক্ষণে মাঠে ইইউর ৫৬ পর্যবেক্ষক

জুলাইয়ের চেতনার নামে গরু কোরবানি, মধ্যরাতে অফিসে হামলা, আগুন দেওয়া নজিরবিহীন: হাসান হাফিজ

‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের প্রচারের নৈতিক ভিত্তি জুলাইয়ের আত্মদান: আলী রীয়াজ

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

আজ থেকে সারা দেশে থাকবেন ইইউর ৫৬ জন দীর্ঘমেয়াদি নির্বাচন পর্যবেক্ষক

স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করলে সরকারই সবচেয়ে লাভবান হবে: মাহ্‌ফুজ আনাম

নির্বাচিত সরকার এলেই সাংবাদিকেরা সব পেয়ে যাবেন, এমন ভাবার কারণ নেই: মতিউর রহমান

গণমাধ্যমে আক্রমণ বর্বরতার বহিঃপ্রকাশ: নূরুল কবীর

গণমাধ্যম সম্মিলন শুরু