হোম > জাতীয়

৭ বছরের দণ্ড থেকে আমান ও মামুন খালাস

আজকের পত্রিকা ডেস্ক­

আমান উল্লাহ আমান ও গিয়াস উদ্দিন আল মামুন।

চাঁদাবাজির মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমানকে সাত বছরের কারাদণ্ড থেকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে তাঁর আপিল মঞ্জুর করে আজ বৃহস্পতিবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ এ রায় দেন।

২০০৭ সালের ৬ মার্চ দক্ষিণ কেরানীগঞ্জ থানায় রফিকুল আলম নামের এক ব্যক্তি চাঁদাবাজির অভিযোগের ওই মামলা করেন। আমানের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। সঙ্গে ছিলেন আইনজীবী নাজমুল হুদা ও তারেক ভূঁইয়া।

এদিকে অর্থ পাচারের মামলায় গিয়াস উদ্দিন আল মামুনকে বিচারিক আদালতের দেওয়া সাত বছরের কারাদণ্ডও বাতিল করেছেন হাইকোর্ট। একই সঙ্গে তাঁকে খালাস দেওয়া হয়েছে। আজ পৃথক আবেদনের শুনানি করে একই বেঞ্চ এ রায় দেন।

মামুনের পক্ষে ছিলেন আইনজীবী ওমর সাদাত ও সাব্বির হামজা। আর দুদকের পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হাসান। ২০১১ সালের ২২ সেপ্টেম্বর রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় ওই মামলা করে দুদক।

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

সীমান্তে গুলিতে শিশু আহত: মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করল পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে শরিয়াহভিত্তিক ঋণ পাবেন প্রবাসীরা

নির্বাচনী দায়িত্ব: ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা