বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্ট নাগরিকদের প্রস্তাবিত নামগুলো আগামীকাল সোমবার প্রকাশ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন গঠনে গঠিত সার্চ কমিটি।
তৃতীয় সেশনে বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বৈঠক শুরুর পর এ কথা জানিয়েছেন সার্চ কমিটির সভাপতি ওবায়দুল হাসান। আজ বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাঞ্জে এ বৈঠক শুরু হয়েছে।
ওবায়দুল হাসান বলেন, ‘আগামীকাল সোমবার বিকেলে প্রস্তাবিত সব নাম প্রকাশ করা হবে।’ তিনি জানান, যতো নামই আসুক সবগুলো নাম মন্ত্রিপরিষদের ওয়েবসাইট ও গণমাধ্যমে বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে।
যেসব রাজনৈতিক দল এখনো নাম দেয়নি তারা আগামীকাল সোমবারও নাম দিতে পারবে বলেও জানিয়েছেন সার্চ কমিটির প্রধান। তবে শুধু রাজনৈতিক দলগুলোর জন্য এই সময় বর্ধিত করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।