ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশনের (আইকাও) আসন্ন নির্বাচনে রাশিয়াকে ভোট না দিতে বাংলাদেশকে অনুরোধ করেছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো।
ঢাকায় নিযুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতেরা গতকাল সোমবার পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সাক্ষাৎ করে এ অনুরোধ জানান।
আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ৭ পর্যন্ত কানাডার মন্ট্রিয়েল ভিত্তিক এই সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হবে।
আইকাও ১৯৩টি দেশের বেসামরিক বিমান চলাচল সংস্থাগুলোর সমন্বয় সংস্থা। বিশ্বব্যাপী বেসামরিক বিমান চলাচলের নীতি-নির্ধারণী বিভিন্ন সিদ্ধান্ত এ সংগঠনের মাধ্যমে হয়ে থাকে।
বাংলাদেশ আইকাও-এর সদস্য। তিন বছর পরপর সদস্য রাষ্ট্রগুলোর ভোটে বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে ৩৬টি দেশ আইকাও কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়ে থাকে।
বাংলাদেশ এবারের কাউন্সিল নির্বাচনে অন্যতম প্রার্থী।