হোম > জাতীয়

কলেজে একটি বদলি করতে ৮ লাখ টাকা দিতে হয়: ওয়াহিদউদ্দিন মাহমুদ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ওয়াহিদউদ্দিন মাহমুদ। ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের আমলে বড় ধরনের দুর্নীতি ‘অনেকটা কমলেও’ বিভিন্ন পর্যায়ে বদলি ও মামলা-বাণিজ্য এখনো রয়ে গেছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেছেন, ‘কলেজে একটি বদলি করতে ৮ লাখ টাকা দিতে হয়। বিষয়টি গোয়েন্দা সংস্থাকে জানানো হয়েছে। কিন্তু তারা এসব অনিয়ম শনাক্ত করতে পারেনি।’

আজ বুধবার রাজধানীর কারওয়ান বাজারে অর্থনৈতিক প্রতিবেদকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত ‘ইআরএফ শিক্ষাবৃত্তি, ২০২৬ প্রদান’ অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা বলেন।

শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালের অভিজ্ঞতা তুলে ধরে ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ে প্রতিদিন শত শত তদবির আসত। আগে নির্দিষ্ট অঙ্কের টাকা দিলেই কাজ হয়ে যেত। মন্ত্রণালয়ে আসার দরকার হতো না। এখন সবাই মনে করে সুযোগ এসেছে, তাই সরাসরি মন্ত্রণালয়ে আসে। আমার রুমের সামনে প্রতিদিন বহু মানুষ ভিড় করত। আমি তাদের পাশ কাটিয়ে রুমে ঢুকতাম।’

অর্থনীতির বর্তমান পরিস্থিতি সম্পর্কে পরিকল্পনা উপদেষ্টা বলেন, আগের সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতির কিছুটা উন্নতি হয়েছে। তবে এখনো অনিশ্চয়তা কাটেনি। চলতি বছরে জিডিপি প্রবৃদ্ধি ৫ শতাংশের কাছাকাছি হতে পারে। তবে মূল্যস্ফীতি প্রত্যাশিত মাত্রায় কমেনি।

বিগত আওয়ামী লীগের শাসনামলে অর্থনীতির বিভিন্ন খাতের সমালোচনা করে ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘আপাতদৃষ্টে তখন অর্থনীতি ভালো মনে হলেও বাস্তবে ব্যাংক খাত ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছিল। ব্যাংক খাতের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছিল, কিন্তু তা স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল না। বিপুল অর্থ বিদেশে পাচার হয়েছে। আর্থিক খাতের শৃঙ্খলা ভেঙে পড়ায় বাজেট ব্যবস্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়। ২০২৪ সালে অভ্যুত্থান না হলেও পরে তা অনিবার্য হয়ে উঠত। যাঁরা দুর্নীতি ও অনিয়মে জড়িত ছিলেন, তাঁরা পরিস্থিতি আঁচ করতে পেরে অর্থনীতি আরও ভঙ্গুর করে রেখে যান।’

ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, অন্তর্বর্তী সরকার অভ্যুত্থান-পরবর্তী প্রত্যাশা পূরণের সরকার। তবে অভ্যুত্থানের পর যুবসমাজ ও শিক্ষাঙ্গনে অস্থিরতা তৈরি হয়েছে। দক্ষ মানবসম্পদ তৈরি ও এসব চ্যালেঞ্জ আগামী সরকারগুলোকেও মোকাবিলা করতে হবে।

অনুষ্ঠানে ইআরএফ সদস্যদের সন্তানদের সাধারণ বৃত্তি দেওয়া হয়। এতে বক্তব্য দেন ব্র্যাক ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও এসএমই ব্যাংকিং প্রধান সৈয়দ আবদুল মোমেনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা।

ডিএমপির সাবেক কমিশনার হাবিবুরসহ ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন

প্রিমিয়ার ব্যাংকের বিজ্ঞাপনের ১৫ কোটি টাকা আত্মসাৎ, সাবেক এমপি ইকবাল ও মুর্শেদীর বিরুদ্ধে ১১ মামলা

ভারতের কূটনীতিকদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার ‘কোনো কারণ খুঁজে পাই না’: পররাষ্ট্র উপদেষ্টা

চাচাকে ‘বাবা’ দেখিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি: সেই বিসিএস কর্মকর্তা কারাগারে

সেনাপ্রধানের সঙ্গে চেক প্রজাতন্ত্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সরকারি কর্মকর্তাদের ৫ বছরের বেশি থাকা ঠিক নয়: প্রধান উপদেষ্টা

নির্বাচনে চার বিভাগে থাকবেন যুক্তরাষ্ট্রের ‘ইনডিপেনডেন্ট’ পর্যবেক্ষকেরা: ইসি সচিব

ঢাকা–করাচি বিমানের ফ্লাইট চালু কাল, টিকিট কেনার হিড়িকে দ্বিতীয় ট্রিপেরও ৮০ শতাংশ বুকিং

‘প্রধান উপদেষ্টা ব্যস্ত, তাই ৩৩২ নম্বর এআইকে পাঠিয়েছেন’, এভাবেই বক্তব্য শুরু করলেন ড. ইউনূস

‎ঢাকাসহ তিন জেলায় ৩৮ প্লাটুন বিজিবি মোতায়েন