হোম > জাতীয়

লুট হওয়া অস্ত্রের সন্ধান দিলে ৫ লাখ টাকা পর্যন্ত পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্বরাষ্ট্র উপদেষ্টা (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: আজকের পত্রিকা

লুট হওয়া অস্ত্র উদ্ধার করলে পুরস্কার ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ সোমবার আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটি এলএমজি উদ্ধার করলে ৫ লাখ টাকা, এসএমজি ১ লাখ ৫০ হাজার টাকা, চাইনিজ রাইফেল ১ লাখ টাকা এবং পিস্তল ও শর্ট গান উদ্ধার করলে ৫০ হাজার টাকা এবং প্রতিটি গুলি প্রতি ৫০৯ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে।

অস্ত্র উদ্ধারের ঘটনায় তথ্যদাতার নাম পরিচয় গোপন রাখা হবে বলে জানান তিনি।

গাজীপুরের পুলিশ কমিশনারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ ব্যাপারে আইজিপি ব্যবস্থা নিচ্ছেন। ইতিমধ্যে তাঁকে ব্যাখ্যা তলব করা হয়েছে। একই সঙ্গে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। কয়েকদিনের মধ্যেই এ বিষয়ে ফলাফল দেখতে পাবেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, নিয়োগ বাণিজ্যে কোনো দুর্নীতি বরদাশত করা হবে না। কেউ নিয়োগ চেয়ে টাকার লেনদেন করলে তাকে ধরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেন সাংবাদিকদের।

উপদেষ্টা আরও বলেন, তিনি চেয়ারে বসার পর থেকে তাঁর বন্ধুবান্ধব এবং আত্মীয়-স্বজনের সংখ্যা অনেক বেড়ে গেছে। কেউ যদি আত্মীয়তা এবং বন্ধুর পরিচয় কোন অনৈতিক সুবিধা নিতে চায়, তাঁকে আইনের আশ্রয় নেওয়ার জন্য বলেন তিনি।

খালেদা জিয়ার প্রয়াণে তারেক রহমানকে মোদির শোকবার্তা

মির্জা ফখরুলের জন্য মনটা কাল থেকে খুব বিষণ্ন হয়ে আছে: প্রেস সচিব

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

২০২৫ সালে গণপিটুনি বেড়ে দ্বিগুণ: এমএসএফ

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়ার জানাজায় এসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের স্পিকারের কুশল বিনিময়

২০২৫ সালজুড়ে আশঙ্কাজনকভাবে বেড়েছে ‘মব সন্ত্রাস’: আইন ও সালিশ কেন্দ্র

ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের স্পিকার ও ভুটানের পররাষ্ট্রমন্ত্রী

‘খালেদা জিয়াকে এভাবে বিদায় দিতে হবে ভাবিনি’