হোম > জাতীয়

কয়েক ঘণ্টার ব্যবধানে দেশে এসেছে ৪৫ লাখ ডোজ টিকা

গতকাল শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার (৩ জুলাই) সকাল পর্যন্ত কয়েক ঘণ্টায় দেশে কোভিড টিকা এসেছে ৪৫ লাখ ডোজ। এর মধ্যে উপহারস্বরূপ যুক্তরাষ্ট্রের মডার্নার টিকা এসেছে ২৫ লাখ ডোজ। বাংলাদেশ সরকারের কেনা চীনের সিনোফার্মের টিকা এসেছে ২০ লাখ ডোজ। 

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে কোভ্যাক্সের মাধ্যমে পাওয়া যুক্তরাষ্ট্রের মডার্না টিকার সাড়ে ১২ লাখ ডোজ নিয়ে প্রথম চালান আসে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এ সময় ভিআইপি লাউঞ্জের পাশে টার্মিনাল-২ থেকে টিকা গ্রহণ করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। 

এর কিছু সময় পর শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টায় বাংলাদেশ সরকারের কেনা চীনের সিনোফার্মের টিকার ২০ লাখ ডোজের মধ্যে ১০ লাখ টিকার প্রথম চালানটি দেশে আসে। 

শনিবার (৩ জুলাই) পৌনে ৬টার দিকে বাংলাদেশ সরকারের কেনা সিনোফার্মের টিকার ২০ লাখ ডোজের মধ্যে বাকি ১০ লাখ টিকার দ্বিতীয় চালানটি দেশে আসে। 

পরে শনিবার (৩ জুন) সকাল ৮টা ৪৫ মিনিটে বিশেষ বিমানে মডার্নার তৈরি আরও সাড়ে ১২ লাখ টিকা ঢাকায় পৌঁছেছে। 

এর আগে, শুক্রবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মডার্নার টিকা হস্তান্তরকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেন, এ বছরই দেশে আসছে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ১০ কোটি ডোজ টিকা। টিকা নিয়ে আমাদের সংকটের দিন শেষ। তিনি বলেন, টিকা পাওয়ার অনেকগুলো সোর্স আমাদের আছে। তার মধ্যে সবচেয়ে বড় হলো কোভ্যাক্স। যুক্তরাষ্ট্র কোভ্যাক্সের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছে। আগস্ট মাসে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকেও টিকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। এরকম বিভিন্ন সোর্স থেকেই আমরা ১০ কোটি ডোজ টিকা পাব। 

অনুসন্ধান ও তদন্তের জট কাটাতে দুদকে ১৫টি বিশেষ টাস্কফোর্স

ইউনূস-টুর্ক ফোনালাপ: নির্বাচনে ভুয়া তথ্য ঠেকাতে সহায়তার আশ্বাস

জামায়াত আমিরের নিরাপত্তায় অস্ত্রধারী দেহরক্ষী, বাসভবনে পুলিশ

২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ১০০৮ শিশুর: রোড সেফটি ফাউন্ডেশন

উত্তরায় গ্যাস সরবরাহ বন্ধ, কারণ জানাল তিতাস

চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন

৭টি দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৩২৮টি অ্যাপার্টমেন্ট-বাড়ি-দোকান, কোন দেশে কত

বিজয় দিবসে প্যারাস্যুট জাম্প: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নতুন অর্জন

বিদেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৮২৪ কোটি টাকার সম্পদ ক্রোকের আদেশ

নিকাব নিয়ে ‎বিএনপি নেতা মোশাররফের বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রী সংস্থার মানববন্ধন