হোম > জাতীয়

কয়েক ঘণ্টার ব্যবধানে দেশে এসেছে ৪৫ লাখ ডোজ টিকা

গতকাল শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার (৩ জুলাই) সকাল পর্যন্ত কয়েক ঘণ্টায় দেশে কোভিড টিকা এসেছে ৪৫ লাখ ডোজ। এর মধ্যে উপহারস্বরূপ যুক্তরাষ্ট্রের মডার্নার টিকা এসেছে ২৫ লাখ ডোজ। বাংলাদেশ সরকারের কেনা চীনের সিনোফার্মের টিকা এসেছে ২০ লাখ ডোজ। 

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে কোভ্যাক্সের মাধ্যমে পাওয়া যুক্তরাষ্ট্রের মডার্না টিকার সাড়ে ১২ লাখ ডোজ নিয়ে প্রথম চালান আসে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এ সময় ভিআইপি লাউঞ্জের পাশে টার্মিনাল-২ থেকে টিকা গ্রহণ করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। 

এর কিছু সময় পর শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টায় বাংলাদেশ সরকারের কেনা চীনের সিনোফার্মের টিকার ২০ লাখ ডোজের মধ্যে ১০ লাখ টিকার প্রথম চালানটি দেশে আসে। 

শনিবার (৩ জুলাই) পৌনে ৬টার দিকে বাংলাদেশ সরকারের কেনা সিনোফার্মের টিকার ২০ লাখ ডোজের মধ্যে বাকি ১০ লাখ টিকার দ্বিতীয় চালানটি দেশে আসে। 

পরে শনিবার (৩ জুন) সকাল ৮টা ৪৫ মিনিটে বিশেষ বিমানে মডার্নার তৈরি আরও সাড়ে ১২ লাখ টিকা ঢাকায় পৌঁছেছে। 

এর আগে, শুক্রবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মডার্নার টিকা হস্তান্তরকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেন, এ বছরই দেশে আসছে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ১০ কোটি ডোজ টিকা। টিকা নিয়ে আমাদের সংকটের দিন শেষ। তিনি বলেন, টিকা পাওয়ার অনেকগুলো সোর্স আমাদের আছে। তার মধ্যে সবচেয়ে বড় হলো কোভ্যাক্স। যুক্তরাষ্ট্র কোভ্যাক্সের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছে। আগস্ট মাসে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকেও টিকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। এরকম বিভিন্ন সোর্স থেকেই আমরা ১০ কোটি ডোজ টিকা পাব। 

সরকারি কর্মচারীদের বেতন বাড়বে ১০৫ থেকে ১৪২%

প্রতীক নিয়ে মাঠে প্রার্থীরা, জমবে এবার কথার লড়াই

গুম থাকার সময়ের লোমহর্ষক বর্ণনা দিলেন ব্যারিস্টার আরমান

মুক্তিযোদ্ধার সন্তান না হয়েও কোটায় বিসিএস, ২১ জনের বিরুদ্ধে দুদকের মামলা

জয় বাংলা ব্রিগেড: হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আরও শুনানি ৯ ফেব্রুয়ারি

সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯ হাজারের বেশি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ছে দ্বিগুণ থেকে আড়াই গুণ, সর্বনিম্ন ২০ হাজার টাকা

নির্বাচন সামনে রেখে আজ থেকে পরীক্ষা শুরু, ১২ ফেব্রুয়ারি ফাইনাল: প্রধান উপদেষ্টা

মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী আবুল কালাম আজাদকে আপিলের নথি সরবরাহের নির্দেশ ট্রাইব্যুনালের

ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাট কিনতে কোটি টাকা, জীবিকা নির্বাহে আরও ১ কোটি দেবে সরকার