হোম > অপরাধ

দুর্নীতির ক্ষেত্রে ডিসি-এসি বিষয় নয়: দুদক চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জেলা প্রশাসক (ডিসি) বা সহকারী কমিশনার (এসি) যেই হোক, কারও বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানযোগ্য হলে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহ। আজ বুধবার চলমান জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের চতুর্থ অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, ‘জেলা প্রশাসকেরা সরকারের প্রতিনিধি হিসেবে জেলাতে কাজ করেন। তাই জেলাতে কোনো দুর্নীতি হলে তথ্য পাওয়ার অনেক সোর্স তাঁদের আছে। দুর্নীতির তথ্য পেলে তাঁরা যেন বসে না থেকে সঙ্গে সঙ্গে তা জানায় এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে পদক্ষেপ নেয়, যাতে দুর্নীতি বন্ধ হয়। জেলা প্রশাসকদের সে অনুরোধ জানিয়েছি।’ এ সময় দুর্নীতি বিষয়ক কোনো তথ্য ‘১০৬’ টেলিফোন নম্বরে কিভাবে করতে হয় সে বিষয়ে ডিসিরা যেন মানুষকে সচেতন করেন সেই অনুরোধও জানিয়েছেন তিনি।

জেলা উপজেলা পর্যায়ে ভূমি অফিস এবং অনেক সময় জেলা প্রশাসকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকে—এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘ভূমি অফিস বা অন্য কোথাও, জেলা পর্যায়ে কোথায় কোথায় দুর্নীতি হয়, সে বিষয়ে নজর রাখতে জেলা প্রশাসকদের বলেছি। ডিজিটালাইজেশনের মাধ্যমে ভূমি অফিসের দুর্নীতি কমানো যাবে।’

মঈনউদ্দীন আবদুল্লাহ বলেন, ‘দুর্নীতি নির্মূল করার বিষয়ে আমাদের সংবিধানেই বলা আছে। এর প্রেক্ষিতে আইন হয়েছে, কমিশন হয়েছে। দুর্নীতির ক্ষেত্রে সেটা ডিসি কিংবা এসি হোক যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া যাবে, যদি অনুসন্ধান যোগ্য হয় আমরা তা অনুসন্ধান করব।’

ফায়ার সার্ভিসে ৬২ হাজার স্বেচ্ছাসেবক তৈরি করবে সরকার, বাড়বে সুযোগ-সুবিধা

শেখ হাসিনাকে ফেরতের ব্যাপারে এখনো ইতিবাচক সাড়া দেয়নি ভারত: পররাষ্ট্র উপদেষ্টা

মধ্যরাতে প্রাথমিকের শিক্ষকদের কর্মবিরতি স্থগিত, রোববার থেকে বার্ষিক পরীক্ষা

ব্যালটের নিরাপত্তাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন এসপিরা

বিএনপির আপত্তি তোলা দুই অধ্যাদেশে উপদেষ্টা পরিষদের অনুমোদন

জিয়া পরিবারের আর কেউ ভিভিআইপি সুবিধা পাবে না: রিজওয়ানা হাসান

পোস্টাল ভোট গণনায় সংশোধনী ও পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন

সেনাপ্রধানের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আগামী নির্বাচনে দায়িত্ব পালন হবে ঐতিহাসিক—নতুন এসপিদের প্রধান উপদেষ্টা

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত, জানাল কাতার সরকার