ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৮৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৭৮৭ জন। এ সময় নতুন করে করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ৫ হাজার ৭২৭ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ লাখ ৬৬ হাজার ৮৭৭ জন।
আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এর আগে গতকাল মঙ্গলবার দেশে ২৪ ঘণ্টায় করোনায় ৭৬ জনের মৃত্যু এবং একই সময় ৪ হাজার ৮৪৬ জন রোগী শনাক্তের তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আরটি–পিসিআর, জিন এক্সপার্ট এবং র্যাপিড অ্যান্টিজেন মিলিয়ে ৫৫৪টি সক্রিয় ল্যাবে ২৮ হাজার ২৫৬টি নমুনা পরীক্ষা করা হয়। এতে করোনাভাইরাস ৫ হাজার ৭২৭ জনের নমুনায় করোনা পজিটিভ আসে। সে হিসাবে গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্তের হার ২০ দশমিক ২৭ শতাংশ। যেখানে গতকাল এ হার ছিল ১৯ দশমিক ৩৬ শতাংশ।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৩ হাজার ১৬৮ জন রোগী। এ নিয়ে এখন পর্যন্ত করোনা থেকে সেরে উঠেছেন মোট ৭ লাখ ৯১ হাজার ৫৫৩ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম কোভিড আক্রান্ত শনাক্তের পর দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে পড়ে নভেল করোনাভাইরাস। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্তের খবর জানানো হয় গত বছরের ৮ মার্চ। স্বাস্থ্য অধিদপ্তর প্রথম মৃত্যুর খবর জানায় ১৮ মার্চ।