হোম > জাতীয়

প্রয়োজনে আরও কঠোর হতে চায় র‍্যাব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চলমান লকডাউনে মানুষ যদি এভাবেই ঘরের বাইরে বের হতে থাকে, তাহলে আরও কঠোর হবে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। মূল সড়কের পাশাপাশি প্রতিটি পাড়া–মহল্লায় ঢুকে ঢুকে অভিযান পরিচালনা করা হবে। তাই সবাইকে ঘরে থাকার অনুরোধ জানান র‍্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন। আজ শনিবার দুপুরে লকডাউনের তৃতীয় দিনে রাজধানীর রাসেল স্কয়ারে র‍্যাবের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।

কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘র‍্যাব এখন পর্যন্ত দেশব্যাপী চার শতাধিক মোবাইল কোর্ট পরিচালনা করেছে। এতে জরিমানা করা হয়েছে চার লক্ষাধিক টাকা। দেশজুড়ে নিয়মিত টহল ও চেকপোস্টের বাইরে চার শতাধিক অতিরিক্ত চেকপোস্ট বসানো হয়েছে। হাজারো নিষেধ সত্ত্বেও কঠোর বিধিনিষেধের মধ্যে অনেকে বাইরে বের হচ্ছেন। তাঁরাই আবার সঠিকভাবে মাস্ক ব্যবহার করছেন না। সচেতনতার পাশাপাশি তাঁদের বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছি।’

র‍্যাবের এই মুখপাত্র বলেন, ‘পাড়া-মহল্লায় টহল পরিচালনা করার সময় দেখেছি অনেকেই স্বাস্থ্যবিধি মানছেন না। বিভিন্ন স্টলে-দোকানে গণজমায়েত করছেন। আড্ডা দিচ্ছেন। তাই সবার প্রতি অনুরোধ, পরিবারের কথা বিবেচনা করে হলেও এই কয়টা দিন করোনার ঝুঁকিপূর্ণ সময়টাতে ঘরে থাকুন। অন্যথায় আমরা মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেব। প্রয়োজনে আরও কঠোর হব।’

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, ‘এখন বিশেষ পরিস্থিতির কথা বিবেচনা করে লকডাউন দেওয়া হয়েছে। যাঁরা জরুরি প্রয়োজনে বাইরে বের হচ্ছেন, তাঁদের স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করছি। অতি জরুরি প্রয়োজন ছাড়া সবাইকে ঘরে থাকার অনুরোধ করছি। না হয় র‍্যাবের জেরার মুখোমুখি হতে হবে।’

মির্জা ফখরুলের জন্য মনটা কাল থেকে খুব বিষণ্ন হয়ে আছে: প্রেস সচিব

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

২০২৫ সালে গণপিটুনি বেড়ে দ্বিগুণ: এমএসএফ

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়ার জানাজায় এসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের স্পিকারের কুশল বিনিময়

২০২৫ সালজুড়ে আশঙ্কাজনকভাবে বেড়েছে ‘মব সন্ত্রাস’: আইন ও সালিশ কেন্দ্র

ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের স্পিকার ও ভুটানের পররাষ্ট্রমন্ত্রী

‘খালেদা জিয়াকে এভাবে বিদায় দিতে হবে ভাবিনি’

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ