হোম > জাতীয়

ফ্যাসিবাদের বিদায়ে গণতন্ত্রের প্রাথমিক বিজয় সূচিত হয়েছে: আলী রীয়াজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অধ্যাপক আলী রীয়াজ। ছবি: সংগৃহীত

জাতীয় ঐকমত্য হওয়ার কারণে ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের বিদায় হয়েছে বলে মনে করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেছেন, গণতান্ত্রিক সংগ্রামের প্রথম পর্যায়ে বিজয় সূচিত হয়েছে।

আজ রোববার (২৭ এপ্রিল) জাতীয় সংসদের এলডি হলে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সঙ্গে সংলাপে এসব কথা বলেন তিনি।

জাতীয় ঐকমত্যের কারণে ফ্যাসিবাদী শাসনের বিদায় হয়েছিল মন্তব্য করে আলী রীয়াজ বলেন, ‘যখন কখনো কখনো মনে হয়েছিল আমরা এ নিপীড়নমূলক শাসন ব্যবস্থা থেকে বের হতে পারব না, সেই সময় ছাত্রজনতার অভ্যুত্থানে মানুষ অংশ নিয়ে ফ্যাসিবাদী শাসককে পলায়নে বাধ্য করেছে। সে ক্ষেত্রে গণতান্ত্রিক সংগ্রামের প্রথম পর্যায়ে বিজয় সূচিত হয়েছে।’

দীর্ঘমেয়াদি গণতান্ত্রিক সংগ্রামে প্রয়োজন উল্লেখ করে আলী রীয়াজ বলেন, ‘জনগণের চাহিদার আকাঙ্ক্ষা থেকেই সংস্কার কমিশনগুলো প্রতিষ্ঠিত হয়েছে। রাষ্ট্র সংস্কার করা দরকার। কারণ গত ৫৩ বছরে দেখেছি এমন এক ব্যবস্থা ফ্যাসিবাদী শাসক তৈরি করতে পারে, নিপীড়ন তৈরি করতে পারে, জবাবদিহিতাহীন রাষ্ট্র ব্যবস্থা তৈরি করতে পারে।’

তিনি বলেন, ‘সেটা পরিবর্তন করা প্রয়োজন। এটা মানুষের দীর্ঘদিনের দাবি। এটা শহীদদের কাছে আমাদের অঙ্গীকার, দায়। এটা পালন করতে হবে। সে জন্য দরকার জাতীয় ঐক্য অটুট রাখা। পাশাপাশি নিজেদের মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমে ঐকমত্যে আশা, যাতে সংস্কারগুলো করা যায়।’

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান।

কুমিল্লা–১০: দ্বৈত নাগরিকত্বে আটকে গেলেন বিএনপির প্রার্থী গফুর, হাইকোর্টও ফিরিয়ে দিলেন তাঁকে

নির্বাচন ঘিরে টানা চার দিন ছুটি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদন

ভোটের আগের দিন সাধারণ ছুটি থাকবে: প্রেস সচিব

৪৮তম বিশেষ বিসিএস: ৩২৬৩ জনকে ক্যাডার পদে নিয়োগ

বেশি বেতনের লোভ দেখিয়ে পাচার, মিয়ানমার থেকে উদ্ধার ৮ বাংলাদেশি দেশে ফিরছেন

ইন্দোনেশিয়ার নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

অন্যের এনআইডি বহন কিংবা হস্তান্তর করা যাবে না: ইসি

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটের লড়াইয়ে চূড়ান্ত প্রার্থী ১৯৮১ জন

‘হ্যাঁ’-এর প্রার্থী আপনি আমি আমরা সবাই: আলী রীয়াজ