হোম > জাতীয়

ফ্যাসিবাদের বিদায়ে গণতন্ত্রের প্রাথমিক বিজয় সূচিত হয়েছে: আলী রীয়াজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অধ্যাপক আলী রীয়াজ। ছবি: সংগৃহীত

জাতীয় ঐকমত্য হওয়ার কারণে ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের বিদায় হয়েছে বলে মনে করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেছেন, গণতান্ত্রিক সংগ্রামের প্রথম পর্যায়ে বিজয় সূচিত হয়েছে।

আজ রোববার (২৭ এপ্রিল) জাতীয় সংসদের এলডি হলে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সঙ্গে সংলাপে এসব কথা বলেন তিনি।

জাতীয় ঐকমত্যের কারণে ফ্যাসিবাদী শাসনের বিদায় হয়েছিল মন্তব্য করে আলী রীয়াজ বলেন, ‘যখন কখনো কখনো মনে হয়েছিল আমরা এ নিপীড়নমূলক শাসন ব্যবস্থা থেকে বের হতে পারব না, সেই সময় ছাত্রজনতার অভ্যুত্থানে মানুষ অংশ নিয়ে ফ্যাসিবাদী শাসককে পলায়নে বাধ্য করেছে। সে ক্ষেত্রে গণতান্ত্রিক সংগ্রামের প্রথম পর্যায়ে বিজয় সূচিত হয়েছে।’

দীর্ঘমেয়াদি গণতান্ত্রিক সংগ্রামে প্রয়োজন উল্লেখ করে আলী রীয়াজ বলেন, ‘জনগণের চাহিদার আকাঙ্ক্ষা থেকেই সংস্কার কমিশনগুলো প্রতিষ্ঠিত হয়েছে। রাষ্ট্র সংস্কার করা দরকার। কারণ গত ৫৩ বছরে দেখেছি এমন এক ব্যবস্থা ফ্যাসিবাদী শাসক তৈরি করতে পারে, নিপীড়ন তৈরি করতে পারে, জবাবদিহিতাহীন রাষ্ট্র ব্যবস্থা তৈরি করতে পারে।’

তিনি বলেন, ‘সেটা পরিবর্তন করা প্রয়োজন। এটা মানুষের দীর্ঘদিনের দাবি। এটা শহীদদের কাছে আমাদের অঙ্গীকার, দায়। এটা পালন করতে হবে। সে জন্য দরকার জাতীয় ঐক্য অটুট রাখা। পাশাপাশি নিজেদের মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমে ঐকমত্যে আশা, যাতে সংস্কারগুলো করা যায়।’

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান।

হাদি হত্যায় অভিযুক্তের ১৭টি সক্রিয় সিম পাওয়া গেছে: মন্ত্রণালয়

খালেদা জিয়ার মৃত্যুতে জয়শঙ্করের সফরে ‘রাজনীতি’ না খোঁজাই ভালো, আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার

অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে আরশাদুর রউফ

স্ত্রীসহ সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব সরকারের ২৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু: তদন্ত প্রতিবেদনে যা আছে

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

পদত্যাগের দুদিন পর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমান

জনসমক্ষে ধূমপানে জরিমানা ২০০০ টাকা, অধ্যাদেশ কার্যকর

জনতা ব্যাংকের ৩০০০ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমানসহ ৯৪ জনের বিরুদ্ধে মামলা অনুমোদন

খালেদা জিয়ার প্রয়াণে তারেক রহমানকে মোদির শোকবার্তা