দুর্নীতির মামলায় ১৩ বছরের সাজা থেকে আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার খালাসের বিরুদ্ধে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বৃহস্পতিবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘যে কারণে মামলাটি পুনরায় বিচারের জন্য পাঠানো হয়েছিল সে অনুযায়ী রায় হয়নি। এ জন্যই আমরা খালাসের রায় বাতিল চেয়েছি।’
এর আগে মায়াকে খালাস দিয়ে চলতি বছরের ১৫ অক্টোবর পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন হাইকোর্ট। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলমের বেঞ্চ ২০১৮ সালের ৮ অক্টোবর ওই রায় দেন।
সম্পদের তথ্য গোপন ও অবৈধভাবে ২৯ লাখ টাকার সম্পদের মালিক হওয়ার অভিযোগ ২০০৭ সালের ১৩ জুন ওই মামলা করে দুদক। ২০০৮ সালের ১৪ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত দুই ধারায় মায়াকে মোট ১৩ বছরের কারাদণ্ড দেন। সেই সঙ্গে তাঁকে জরিমানাও করা হয়।
বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে মায়া আপিল করলে ২০১০ সালের ২৭ অক্টোবর হাইকোর্ট তাঁকে খালাস দেন। ওই রায়ের বিরুদ্ধে দুদক আবেদন করলে ২০১৫ সালের ১৪ জুন হাইকোর্টের দেওয়া খালাসের রায় বাতিল করেন আপিল বিভাগ। একই সঙ্গে হাইকোর্টে নতুন করে আপিল শুনানি করতে নির্দেশ দেন। পরে পুনরায় শুনানি করে ২০১৮ সালের ৮ অক্টোবর খালাসের রায় বহাল রাখেন আদালত।