হোম > জাতীয়

প্রবাসীদের করোনা পরীক্ষা আপাতত আরটিপিসিআরে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সংযুক্ত আরব আমিরাতপ্রবাসী বাংলাদেশিদের জন্য বিমানবন্দরে র‍্যাপিড পিসিআর ল্যাব বসানোর কথা থাকলেও আরটিপিসিআর মেশিন দিয়েই কাজ শুরু করা হবে। আজ মঙ্গলবার সকালে বিমানবন্দরে করোনা পরীক্ষার ল্যাব বসানোর জায়গা পরিদর্শনকালে প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ এ সিদ্ধান্ত জানান। এ সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকও উপস্থিত ছিলেন।

প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, এয়ারপোর্টের পার্কিং লটে ল্যাব প্রস্তুত করতে কিছুটা সময় লাগবে। তাই আপাতত টার্মিনালের ভেতরেই ল্যাবের কাজ শুরু হবে। এই সপ্তাহের মধ্যেই ল্যাবের কার্যক্রম শুরু করা যাবে। 

তবে যে সাতটি প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া হয়েছে তাদের মেশিনগগুলো আরব আমিরাত অনুমোদন দিয়েছে কি না, সে ব্যাপারে এখনো কোনো তথ্য জানাতে পারেননি তিনি। 

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, এয়ারপোর্টের ভেতরে ছোট জায়গা দেওয়া হয়েছে, সেখানে আপাতত কাজ শুরু হবে। তবে ল্যাবের মূল স্ট্রাকচার হবে কার পার্কিংয়ের জায়গায়। যে সাত প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া হয়েছে, তারাই ল্যাব বসাবে বলেও জানান তিনি। 

সরকারি কর্মচারীদের বেতন বাড়বে ১০৫ থেকে ১৪২%

প্রতীক নিয়ে মাঠে প্রার্থীরা, জমবে এবার কথার লড়াই

গুম থাকার সময়ের লোমহর্ষক বর্ণনা দিলেন ব্যারিস্টার আরমান

মুক্তিযোদ্ধার সন্তান না হয়েও কোটায় বিসিএস, ২১ জনের বিরুদ্ধে দুদকের মামলা

জয় বাংলা ব্রিগেড: হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আরও শুনানি ৯ ফেব্রুয়ারি

সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯ হাজারের বেশি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ছে দ্বিগুণ থেকে আড়াই গুণ, সর্বনিম্ন ২০ হাজার টাকা

নির্বাচন সামনে রেখে আজ থেকে পরীক্ষা শুরু, ১২ ফেব্রুয়ারি ফাইনাল: প্রধান উপদেষ্টা

মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী আবুল কালাম আজাদকে আপিলের নথি সরবরাহের নির্দেশ ট্রাইব্যুনালের

ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাট কিনতে কোটি টাকা, জীবিকা নির্বাহে আরও ১ কোটি দেবে সরকার