হোম > জাতীয়

বিধি লঙ্ঘনে ৪ প্রার্থীসহ আটজনকে জরিমানা

দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে প্রচার জমে উঠেছে। তবে প্রতিদিনই ঘটছে আচরণবিধি ভঙ্গের ঘটনা। এসব ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের দেওয়া হচ্ছে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ। মাঠপর্যায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে করা হচ্ছে জরিমানা। বিধি ভঙ্গের অপরাধে চার প্রার্থীসহ আটজনকে জরিমানা করা হয়েছে। শোকজ করা হয়েছে এক স্বতন্ত্র প্রার্থীকে। এ ছাড়া অনুসন্ধান কমিটির কাছে ক্ষমা চেয়ে শোকজের জবাব দিয়েছেন নৌকার প্রার্থী আ ক ম সারোয়ার জাহান বাদশা। প্রতিনিধিদের পাঠানো খবর—

নাটোর-১ আসনের লালপুরে নৌকা প্রতীকেরসহ চার প্রার্থীকে সাড়ে ৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সন্ধ্যায় নৌকা ও ঈগল প্রতীকের প্রার্থীকে আড়াই হাজার টাকা করে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগে, গত বুধবার হাতুড়ি ও ঢেঁকি প্রতীকের প্রার্থীকে মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। 

কুমিল্লার হোমনা উপজেলার জয়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নৌকার কর্মী দেলোয়ার হোসেন ধনুকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

যশোর-৫ আসনে নির্ধারিত সময়ের বাইরে নৌকার পক্ষে প্রচার চালানোয় যুবলীগের এক নেতাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী হাসান এই জরিমানা করেন। দণ্ডপ্রাপ্ত শফিকুল ইসলাম উপজেলা যুবলীগের সহসভাপতি। 

এদিকে উপজেলার বেগারীতলা বাজারে রাস্তার পাশে প্রতীকী নৌকা ঝুলিয়ে আলোকসজ্জা করায় উপজেলার ভোজগাতী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিচুর রহমানকে ১০ হাজার টাকা এবং কুয়াদা বাজারে সরকারি স্থাপনায় পোস্টার সাঁটানোয় ঈগল প্রতীকের প্রার্থীর নির্বাচনী এজেন্ট নজরুল ইসলাম সরদারকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

রাজশাহী-২ (সদর) আসনে নৌকার প্রার্থী ফজলে হোসেন বাদশার পক্ষে করা অভিযোগের পরিপ্রেক্ষিতে কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শফিকুর রহমান বাদশাকে শোকজ করা হয়েছে। 

আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে ক্ষমা চেয়েছেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে নৌকা প্রতীকের প্রার্থী আ ক ম সারোয়ার জাহান বাদশা। গতকাল  লিখিত জবাব পাঠান তিনি। 

এদিকে পাবনা-২ (সুজানগর-আমিনপুর) আসনে ভোটারদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আহমেদ ফিরোজ কবিরের নাম ও নৌকা প্রতীকসংবলিত মাফলার, সোয়েটার বিতরণের অভিযোগ উঠেছে। এসবের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এই আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আব্দুল আজিজ খান বলেন, ‘ভোটারদের আকৃষ্ট করতে সোয়েটার, মাফলার বিতরণ করার বিষয়টি দুঃখজনক।’ 

নৌকার প্রার্থী আহমেদ ফিরোজ কবির বলেন, ‘পোশাক বিতরণের বিষয়টি আমার জানা নেই। তবে কিছু টি-শার্ট অনেক আগে বিতরণ করা হয়েছিল। এখন হয়তো তারা পরতে পারেন।’ 

জাপার ৩, জামায়াতের ১ জনের প্রার্থিতা বাতিল

বড় নেতার সম্পদ কম

সামাজিক মাধ্যমে নির্বাচনী প্রচার: মানতে হবে এআই ব্যবহারসহ ৭টি বিধি

হাদি হত্যায় অভিযুক্তের ১৭টি সক্রিয় সিম পাওয়া গেছে: মন্ত্রণালয়

খালেদা জিয়ার মৃত্যুতে জয়শঙ্করের সফরে ‘রাজনীতি’ না খোঁজাই ভালো, আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার

অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে আরশাদুর রউফ

স্ত্রীসহ সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব সরকারের ২৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু: তদন্ত প্রতিবেদনে যা আছে

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

পদত্যাগের দুদিন পর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমান