হোম > জাতীয়

ফেব্রুয়ারিতে নির্যাতনের শিকার ১৮৯ নারী ও কন্যাশিশু: মহিলা পরিষদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

ফেব্রুয়ারি মাসে সারা দেশে ১৮৯ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। এরমধ্যে ধর্ষণের শিকার হয়েছে ৪৮ জন। ১১ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। একজনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। বিভিন্ন গণমাধ্যমের সূত্রে এ তথ্য জানিয়েছেন তারা।

সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ মাসে যৌন নিপীড়নের শিকার হয়েছে ১০ জন। এর মধ্যে ৬ জন কন্যাশিশু। উত্ত্যক্তকরণের কারণে আত্মহত্যা করেছেন একজন নারী। অগ্নিদগ্ধ হয়েছেন একজন নারী। পাঁচজনের অগ্নিদগ্ধের কারণে মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে তিনজন। যৌতুকের কারণে হত্যা করা হয়েছে তিনজনকে। শারীরিক নির্যাতনের শিকার হয়েছে মোট ১৫ জন। গৃহকর্মী নির্যাতনের তিনটি ঘটনা ঘটেছে। দুইজন গৃহকর্মীকে হত্যার ঘটনা ঘটেছে।

মহিলা পরিষদের তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারি মাসে বিভিন্ন কারণে ১০ জন কন্যাসহ ৪৬ জনকে হত্যা করা হয়েছে। ৩ জন কন্যাসহ ১৭ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। ৫ জন কন্যাসহ ১৫ জন আত্মহত্যা করেছে, এর মধ্যে ২ জন আত্মহত্যার প্ররোচনার শিকার হয়েছে। ৮ জন কন্যা অপহরণের শিকার হয়েছে।

এ ছাড়াও একজন কন্যা অপহরণের চেষ্টার শিকার হয়েছে। একজন নারী সাইবার অপরাধের শিকার হয়েছে। সেইসঙ্গে তিনজন কন্যাসহ তিনজন নারী মোট ৬ জন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে।

৭টি দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৩২৮টি অ্যাপার্টমেন্ট-বাড়ি-দোকান, কোন দেশে কত

বিজয় দিবসে প্যারাস্যুট জাম্প: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নতুন অর্জন

বিদেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৮২৪ কোটি টাকার সম্পদ ক্রোকের আদেশ

নিকাব নিয়ে ‎বিএনপি নেতা মোশাররফের বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রী সংস্থার মানববন্ধন

দেশজুড়ে মবের প্রতিবাদে ‘গণমাধ্যম সম্মিলন’ ডাকল নোয়াব ও সম্পাদক পরিষদ

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ৯২ বার

শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই

নিখোঁজ শিশু উদ্ধারে ‘মুন অ্যালার্ট’ ও হেল্পলাইন চালু

প্লট বরাদ্দে দুর্নীতি: হাসিনা-টিউলিপের রায় ২ ফেব্রুয়ারি

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি