হোম > জাতীয়

আগামী মাসে আসছে ১ কোটি ডোজ টিকা

প্রতিনিধি, উত্তরা-বিমানবন্দর

বাংলাদেশের সব জায়গায় কোভিড টিকা দেওয়া শুরু হয়েছে। পর্যায়ক্রমে টিকার বয়সসীমা কমানো হবে। শিক্ষার্থীদের টিকা দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০ লাখ টিকা গ্রহণ করার পর রাতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এ সময় পররাষ্ট্র মন্ত্রী একে আব্দুল মোমেন, যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স জোয়েন ওয়েগনার সহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে আরও ৩০ লাখ মডার্নার টিকা উপহার দেওয়া হয়েছে। এ পর্যন্ত উপহার পাওয়া গেছে ৬৯ লাখ ভ্যাকসিন। এ পর্যন্ত কেনা হয়েছে ১ কোটি ৮৪ লাখ, আর ১ কোটি ১১ লাখ ভ্যাকসিন দেওয়া হয়েছে।

তিনি বলেন, এ মাসের শেষে আরো ২৯ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা আসবে, আগামী মাসে রাশিয়া থেকে ৪০ লাখ ও জনসন অ্যান্ড জনসনের ৬০ লাখ টিকা আসবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এরই মধ্যে আমরা ৩০ বছর বয়সীদের কোভিড টিকার নিবন্ধন শুরু করেছি। পর্যায়ক্রমে বয়সসীমা আরও কমানো হবে। যাতে বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের শিক্ষার্থীদের টিকা দিতে পারি।

তিনি বলেন, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এক হাজার বেডের করোনা হাসপাতাল নির্মিত হচ্ছে। আগামী ১০ দিনের মধ্যে সেখানে চিকিৎসা দেওয়া হবে। ঢামেক হাসপাতালে আরও ৪০টি আইসিইউ শয্যা নির্মাণ করা হবে।

জাহিদ মালেক বলেন, ঈদের কারণে লকডাউন শিথিল করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে ঈদ পালন করুন। আনন্দের ঈদ যেনো কান্নায় রূপান্তরিত না হয়।

এ সময় পররাষ্ট্র মন্ত্রী একে আব্দুল মোমেন বলেন, বাংলাদেশ টিকা সংকটে পড়বে না, চীন ও রাশিয়া এটা আশ্বস্ত করেছে। টিকার যৌথ উৎপাদনেও তাঁদের আপত্তি নেই।

অপরদিকে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স জোয়েন ওয়েগনার বলেন, কোভিড মোকাবিলায় বাংলাদেশের সহযোগী হতে পেরে যুক্তরাষ্ট্র গর্বিত।

বিকেলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির বৈঠক

বদলে যাচ্ছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম, স্বাস্থ্যতে একত্রীকরণ

আন্দোলনের সময় রামপুরায় ২৫ মার্চের মতো হত্যাযজ্ঞ চালানো হয়: চিফ প্রসিকিউটর

লুট হওয়া অস্ত্র নির্বাচনের আগে উদ্ধারের তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা: প্রেস সচিব

সাবেক গভর্নর ড. আতিউরসহ ২৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

চানখাঁরপুলে ৬ হত্যা মামলার রায় আজ হচ্ছে না, নতুন তারিখ ২৬ জানুয়ারি

মানবতাবিরোধী অপরাধ: চানখাঁরপুলে ৬ শিক্ষার্থী হত্যা মামলার রায় আজ

৫৯ শতাংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

সংসদ ও গণভোটকে সামনে রেখে ইসির নতুন কর্মপরিকল্পনা

নারায়ণগঞ্জে হত্যাকাণ্ডের মামলায় শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল