হোম > জাতীয়

ভারত থেকে এল আরও ১৮২ টন তরল অক্সিজেন

প্রতিনিধি, সিরাজগঞ্জ 

ভারত থেকে আরও ১৮২ মেট্রিক টন তরল অক্সিজেন দেশে এসে পৌঁছেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে ‘ইন্দো-বাংলা এক্সপ্রেস’ ট্রেন সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায়। আজ শুক্রবার সকাল ৭টার দিকে ট্রেন থেকে ট্যাংকলরিতে অক্সিজেন খালাস কার্যক্রম শুরু হয়। বিকেল পর্যন্ত খালাস কার্যক্রম চলবে। এ নিয়ে পঞ্চমবারের মতো ভারত থেকে অক্সিজেন এল। 

আমদানিকারক প্রতিষ্ঠান লিনডে বাংলাদেশ লিমিটেডের আন্তর্জাতিক সম্পর্ক ও প্রশাসনিক কর্মকর্তা সুফিয়া আক্তার ওহাব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এবার ১৮২ টন অক্সিজেন এসেছে। ভারত থেকে এ পর্যন্ত মোট তরল অক্সিজেন এসেছে ৯৮২ টন।

জানা গেছে, ট্রেনের কন্টেইনার থেকে অক্সিজেনবাহী ট্যাংকলরিতে খালাস কার্যক্রম শেষ হলে সড়ক পথে নারায়ণগঞ্জের রূপগঞ্জের সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্টে নিয়ে যাওয়া হবে। সেখানে নেওয়ার পর প্রক্রিয়াকরণ শেষে চাহিদা অনুযায়ী দেশের বিভিন্ন হাসপাতালে এ অক্সিজেন পৌঁছে দেওয়া হবে। 

উল্লেখ্য, বাংলাদেশে অক্সিজেনের অন্যতম আমদানিকারক লিনডে বাংলাদেশ। তারা মূলত ভারত থেকে অক্সিজেন আমদানি করে। সংক্রমণ বেড়ে যাওয়ায় চলতি বছরের শুরুর দিকে রপ্তানি বন্ধ করে দিয়েছিল ভারত। সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় রপ্তানি আবার শুরু হয়েছে।

এর আগে ভারত থেকে গত ২৪, ২৮, ৩০ জুলাই এবং ১ আগস্ট ২০০ টন করে চার ধাপে ৮০০ টন তরল অক্সিজেনবাহী ট্রেন সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে পৌঁছায়।

খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করতে মানুষের ঢল

খালেদা জিয়াকে চিরবিদায় জানাতে আসবেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা

খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার

প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি: আসিফ নজরুল

খালেদা জিয়ার জানাজা-দাফনে মোতায়েন থাকবেন ১০ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

খালেদা জিয়ার মৃত্যুতে নোয়াবের শোক

আবারও বাড়ল পোস্টাল ভোটের নিবন্ধনের সময়

খালেদা জিয়ার ৩ আসনে এখন কী হবে, জানাল নির্বাচন কমিশন