হোম > জাতীয়

সাত লাখ টন ধান ও চাল কিনবে সরকার: খাদ্যমন্ত্রী

আমন মৌসুমে মিলার ও কৃষকদের কাছ থেকে ৭ লাখ টন ধান ও চাল কিনবে সরকার। এর মধ্যে চার লাখ টন সিদ্ধ চাল, এক লাখ টন আতপ চাল ও দুই লাখ টন ধান কেনা হবে। প্রতি কেজি ধান ৩০ টাকা, আতপ ৪৩ টাকা ও সিদ্ধ চাল ৪৪ টাকা দরে কেনা হবে। আজ রোববার খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠক শেষে এসব তথ্য জানান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। 

এ সময় কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী এনামুর রহমান ও মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

খাদ্যমন্ত্রী বলেন, ‘গত বোরো মৌসুমে আমাদের টার্গেটের চেয়ে ২ লাখ টন চাল বেশি সংগ্রহ করেছি। আমাদের মজুত সন্তোষজনক। চালের বাজার স্থিতিশীল রয়েছে। খাদ্যবান্ধব কর্মসূচি, ওএমএসসহ বিভিন্ন কর্মসূচিতে অগ্রিম বরাদ্দ দেওয়া হয়েছে।’ 

পেঁয়াজ ও আলুর দাম অনেক বেশি স্বীকার করে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, ‘আমাদের জন্য সুখবর মরা কার্তিকেও আমাদের চাল আমদানি করতে হয়নি। চালের দাম সহনীয় হলেও আলু ও পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আলুর ক্ষেত্রে কোল্ড স্টোরেজের মালিকেরা সহযোগিতা করছেন না। চাপাচাপি করলে তাঁরা বাজারে আলু ছাড়ছেন না। একইভাবে নিজেদের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পেঁয়াজ আমদানি করার অনুমতি দেওয়া হয়নি। এ কারণে পেঁয়াজের দাম বেশি। সামনে এমন পরিস্থিতি থাকবে না।’

বোরো ধানের মৌসুম: সেচ মৌসুমে জ্বালানিতে টান

রাজবাড়ীতে গণপিটুনিতে অমৃত মন্ডল নিহতের ঘটনা সাম্প্রদায়িক হামলা নয়: প্রেস উইং

তারেক রহমানের আগমনে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে: প্রেস সচিব

বড়দিনে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করলেন রাষ্ট্রপতি

প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বললেন তারেক রহমান

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের স্ত্রী, শ্যালক ও বান্ধবীর দোষ স্বীকার

বিমানবন্দর-৩০০ ফুট-গুলশানসহ গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন

আজ শুভ বড়দিন

পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী

জুলাই অভ্যুত্থানে চানখাঁরপুলে হত্যাকাণ্ডের রায় ২০ জানুয়ারি