হোম > জাতীয়

সাত লাখ টন ধান ও চাল কিনবে সরকার: খাদ্যমন্ত্রী

আমন মৌসুমে মিলার ও কৃষকদের কাছ থেকে ৭ লাখ টন ধান ও চাল কিনবে সরকার। এর মধ্যে চার লাখ টন সিদ্ধ চাল, এক লাখ টন আতপ চাল ও দুই লাখ টন ধান কেনা হবে। প্রতি কেজি ধান ৩০ টাকা, আতপ ৪৩ টাকা ও সিদ্ধ চাল ৪৪ টাকা দরে কেনা হবে। আজ রোববার খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠক শেষে এসব তথ্য জানান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। 

এ সময় কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী এনামুর রহমান ও মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

খাদ্যমন্ত্রী বলেন, ‘গত বোরো মৌসুমে আমাদের টার্গেটের চেয়ে ২ লাখ টন চাল বেশি সংগ্রহ করেছি। আমাদের মজুত সন্তোষজনক। চালের বাজার স্থিতিশীল রয়েছে। খাদ্যবান্ধব কর্মসূচি, ওএমএসসহ বিভিন্ন কর্মসূচিতে অগ্রিম বরাদ্দ দেওয়া হয়েছে।’ 

পেঁয়াজ ও আলুর দাম অনেক বেশি স্বীকার করে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, ‘আমাদের জন্য সুখবর মরা কার্তিকেও আমাদের চাল আমদানি করতে হয়নি। চালের দাম সহনীয় হলেও আলু ও পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আলুর ক্ষেত্রে কোল্ড স্টোরেজের মালিকেরা সহযোগিতা করছেন না। চাপাচাপি করলে তাঁরা বাজারে আলু ছাড়ছেন না। একইভাবে নিজেদের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পেঁয়াজ আমদানি করার অনুমতি দেওয়া হয়নি। এ কারণে পেঁয়াজের দাম বেশি। সামনে এমন পরিস্থিতি থাকবে না।’

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

ডিসেম্বরে ১৫৫ কোটি টাকার বেশি চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি

বিটিএমসির বিরুদ্ধে ৪৫ কোটি টাকার যন্ত্রপাতি ১২ লাখে বিক্রির অভিযোগ, দুদকের অনুসন্ধান শুরু

সাবেক পুলিশ কর্মকর্তা হামিদুল আলম ও স্বজনদের বিরুদ্ধে দুদকের দুই মামলা

‘হত্যাচেষ্টার’ শিকারদের খোঁজ মেলেনি, শেখ হাসিনা ও জয়সহ ১১৩ আসামির অব্যাহতি চায় পিবিআই

দ্বৈত নাগরিকত্ব: চট্টগ্রাম-৯ আসনে জামায়াত প্রার্থীর আপিল নামঞ্জুর

মানবতাবিরোধী অপরাধ: আনিসুল-সালমানের বিরুদ্ধে অভিযোগ গঠন