হোম > জাতীয়

ভালো মানুষ হওয়াটা সব পেশার পূর্বশর্ত: স্বাস্থ্য উপদেষ্টা

আজকের পত্রিকা ডেস্ক­

বিএমইএসির উদ্যোগে আয়োজিত ওরিয়েন্টেশনে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। ছবি: আজকের পত্রিকা

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, ‘আমরা যে পেশাতেই যাই না কেন, সবার আগে আমাদের নিজেকে ভালো মানুষ হতে হবে। ডাক্তার, শিক্ষক, ইঞ্জিনিয়ার যেকোনো পেশাতেই ভালো মানুষ হওয়াটা পূর্বশর্ত।’ আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার সিরডাপ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ মেডিকেল এডুকেশন অ্যাক্রিডিটেশন কাউন্সিলের (বিএমইএসি) উদ্যোগে আয়োজিত এক ওরিয়েন্টেশন সভায় তিনি এসব কথা বলেন।

‘বাংলাদেশে স্বীকৃতির জন্য বিএমইএসি মানদণ্ড, নীতি ও পদ্ধতি, সাইট পরিদর্শন নির্দেশিকা এবং স্ব-মূল্যায়ন প্রতিবেদন (এসএআর) সম্পর্কে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষদের ওরিয়েন্টেশন সভা’ শীর্ষক এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষরা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম আরও বলেন, ‘স্বাস্থ্য খাতে মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই। আমাদের শিক্ষাটা মানসম্মত হতে হবে। আমাদের চারপাশটা অন্য রকম হয়ে গেছে। আমাদের দক্ষ, ভালো ও মানবিক পেশাজীবী গড়ে তুলতে হবে। তাহলে এই অবস্থা থেকে আমরা দাঁড়িয়ে উঠতে পারব।’

স্বাস্থ্য উপদেষ্টা মেডিকেল কলেজের অধ্যক্ষদের উদ্দেশে বলেন, ‘আপনারা মানুষ তৈরি করার কারিগর। যথার্থ মানুষ তৈরি করতে পারলে এই দেশের এমনিতেই পরিবর্তন ঘটবে। আমরা আমাদের মেডিকেল কলেজগুলোর শিক্ষার গুণগত মান বৃদ্ধি করে যথার্থ ভালো ডাক্তার তৈরি করতে পারলে স্বাস্থ্য খাতের মানোন্নয়ন সম্ভব।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, স্বাস্থ্য শিক্ষাসচিব ডা. মো. সারোয়ার বারী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন।

বাংলাদেশ মেডিকেল এডুকেশন অ্যাক্রিডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান ডা. মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষরা এবং বিএমইএসির সদস্যরাও উপস্থিত ছিলেন।

শেখ হাসিনাকে ফেরতের ব্যাপারে এখনো ইতিবাচক সাড়া দেয়নি ভারত: পররাষ্ট্র উপদেষ্টা

মধ্যরাতে প্রাথমিকের শিক্ষকদের কর্মবিরতি স্থগিত, রোববার থেকে বার্ষিক পরীক্ষা

ব্যালটের নিরাপত্তাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন এসপিরা

বিএনপির আপত্তি তোলা দুই অধ্যাদেশে উপদেষ্টা পরিষদের অনুমোদন

জিয়া পরিবারের আর কেউ ভিভিআইপি সুবিধা পাবে না: রিজওয়ানা হাসান

পোস্টাল ভোট গণনায় সংশোধনী ও পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন

সেনাপ্রধানের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আগামী নির্বাচনে দায়িত্ব পালন হবে ঐতিহাসিক—নতুন এসপিদের প্রধান উপদেষ্টা

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত, জানাল কাতার সরকার

তফসিল নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ ১০ ডিসেম্বর