হোম > জাতীয়

আগাম জামিনের ক্ষেত্রে আত্মসমর্পণের নির্দেশ দিতে পারবেন না হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কোনো মামলায় আগাম জামিনের ক্ষেত্রে আত্মসমর্পণের নির্দেশ দিতে পারবে না হাইকোর্ট। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ আজ রোববার এই আদেশ দেন। 

এ সময় গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রীকে হাইকোর্টের দেওয়া আত্মসমর্পণের নির্দেশ বাতিল করে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়।  

এই বিষয়ে জানতে চাইলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী আজকের পত্রিকাকে বলেন, জাকারিয়া পিন্টুর মামলার রায় অনুযায়ী হাইকোর্ট হয় জামিন দেবেন, না হয় আবেদন খারিজ করবেন। কিন্তু আত্মসমর্পনের নির্দেশ দিতে পারবেন না। জাকারিয়া পিন্টুর মামলার রায় অনুযায়ী আত্মসমর্পণের নির্দেশ দেওয়ার কোনো বিধান নেই। আমরা দ্রুতই আদেশ নামানোর পর সার্কুলেট করার চেষ্টা করবো। 

তবে সৈয়দ আশফাকের আইনজীবী মোতাহার হোসেন সাজু বলেন, এর আগে বিচারপতি খায়রুল হক এক রায়ে বলেছিলেন হাইকোর্ট আত্মসমর্পণের আদেশ দিতে পারবেন না। তবে এই মামলাটির সঙ্গে ওই মামলার মিল নেই। তা ছাড়া ওই রায়ের পর এ রকম আদেশ শত শত হয়েছে হাইকোর্ট থেকে। আজ রোববার আপিল বিভাগ আগের রায়ের বিষয়টি উল্লেখ করে মৌখিক বলেছেন। লিখিত আদেশ না পেলে তা পরিষ্কার বুঝা যাচ্ছে না। তাই এজন্য লিখিত আদেশ পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানান তিনি।

দুদকের তদন্ত: ৭ দেশে জাবেদের আরও ৬১৫ সম্পদের সন্ধান

রক্তসাগর পাড়ি দিয়ে পুব আকাশে স্বাধীনতার সূর্য

ত্যাগ, বীরত্ব আর গৌরবের জ্বলন্ত সাক্ষী মুক্তিযুদ্ধ জাদুঘর

নতুন প্রত্যাশা জাতির মনে

প্রস্তাবিত পুলিশ কমিশন অধ্যাদেশ হবে অর্থহীন ও আত্মঘাতী: টিআইবি

ডেভিল হান্ট ২: দুই দিনে গ্রেপ্তার সহস্রাধিক, অস্ত্র উদ্ধার ৬

জাতীয়-ধর্মীয়-সামাজিক অনুষ্ঠানে নির্বাচনী বিধি মানার নির্দেশ ইসির

‘হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা’—সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিল ইসি

লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালুর নির্দেশ কেন দেওয়া হবে না—জানতে চেয়ে রুল

বিজয় দিবসে বঙ্গভবনের আশপাশের সড়ক এড়িয়ে চলার অনুরোধ ডিএমপির