হোম > জাতীয়

আগাম জামিনের ক্ষেত্রে আত্মসমর্পণের নির্দেশ দিতে পারবেন না হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কোনো মামলায় আগাম জামিনের ক্ষেত্রে আত্মসমর্পণের নির্দেশ দিতে পারবে না হাইকোর্ট। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ আজ রোববার এই আদেশ দেন। 

এ সময় গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রীকে হাইকোর্টের দেওয়া আত্মসমর্পণের নির্দেশ বাতিল করে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়।  

এই বিষয়ে জানতে চাইলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী আজকের পত্রিকাকে বলেন, জাকারিয়া পিন্টুর মামলার রায় অনুযায়ী হাইকোর্ট হয় জামিন দেবেন, না হয় আবেদন খারিজ করবেন। কিন্তু আত্মসমর্পনের নির্দেশ দিতে পারবেন না। জাকারিয়া পিন্টুর মামলার রায় অনুযায়ী আত্মসমর্পণের নির্দেশ দেওয়ার কোনো বিধান নেই। আমরা দ্রুতই আদেশ নামানোর পর সার্কুলেট করার চেষ্টা করবো। 

তবে সৈয়দ আশফাকের আইনজীবী মোতাহার হোসেন সাজু বলেন, এর আগে বিচারপতি খায়রুল হক এক রায়ে বলেছিলেন হাইকোর্ট আত্মসমর্পণের আদেশ দিতে পারবেন না। তবে এই মামলাটির সঙ্গে ওই মামলার মিল নেই। তা ছাড়া ওই রায়ের পর এ রকম আদেশ শত শত হয়েছে হাইকোর্ট থেকে। আজ রোববার আপিল বিভাগ আগের রায়ের বিষয়টি উল্লেখ করে মৌখিক বলেছেন। লিখিত আদেশ না পেলে তা পরিষ্কার বুঝা যাচ্ছে না। তাই এজন্য লিখিত আদেশ পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানান তিনি।

ইন্টারনেট সেবা কখনোই বন্ধ করা যাবে না—বিটিআরসি পাচ্ছে পূর্ণ স্বায়ত্তশাসন

নতুন সংশোধিত বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা হবে: প্রেস সচিব

পাঁচ মার্কিন আইনপ্রণেতার চিঠির বিষয়ে জানেন না প্রেস সচিব

পোস্টাল ভোটের জন্য নিবন্ধনের সময় বাড়ল

ওসমান হাদি ও দীপু চন্দ্র হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে: প্রেস সচিব

নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: প্রেস সচিব

নির্বাচনী ব্যয় বেশি হলে ভোটে জিতে জনগণের কাছ থেকে আদায় করা হয়: দেবপ্রিয়

ব্যালট পেলেন পৌনে ২ লাখ প্রবাসী, সর্বোচ্চ নিবন্ধন সৌদি আরব থেকে

কে এই আতাউর রহমান বিক্রমপুরী

নির্বাচন ও গণভোটের প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক হলেন আলী রীয়াজ