হোম > জাতীয়

অতিরিক্ত সচিব হলেন ৯২ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্থায়ী পদ না থাকলেও ৯২ জন যুগ্ম-সচিবকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত সচিব করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় আজ মঙ্গলবার এক প্রজ্ঞাপনে তাঁদের পদোন্নতি দিয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে। পদোন্নতি পাওয়া তিনজন লিয়েন ও শিক্ষা ছুটিতে রয়েছেন, তাঁরা কাজে যোগ দিলে পদোন্নতির আদেশ হবে।

অতিরিক্ত সচিবের অনুমোদিত পদের সংখ্যা এখন ২১২টি। নতুন ৯২ জনকে নিয়ে জনপ্রশাসনে এখন অতিরিক্ত সচিবের সংখ্যা দাঁড়িয়েছে ৫০৮ জন। পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের ই-মেইলে যোগদানপত্র পাঠাতে বলা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, এবার ১৩তম ব্যাচের কর্মকর্তারা অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন। এর বাইরে আগের বঞ্চিত ব্যাচের কয়েকজন কর্তকর্তাও পদোন্নতি পেয়েছেন। নিয়মিত পদ না থাকায় পদোন্নতিপ্রাপ্ত অনেক অতিরিক্ত সচিবকে ইন সিটু করে অর্থাৎ আগের দপ্তরেই রাখা হবে।

অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতির জন্য এবার ৩৫০ জন যুগ্ম-সচিবকে বিবেচনায় আনা হলেও তাঁদের মধ্যে ৯২ জন পদোন্নতি পেয়েছেন। পদোন্নতি বিধিমালা অনুযায়ী, অতিরিক্ত সচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের ৭০ শতাংশ এবং অন্য ক্যাডারের যুগ্ম-সচিব পদমর্যাদার ৩০ শতাংশ কর্মকর্তাকে বিবেচনা করা হয়। গত বছরের ২৬ সেপ্টেম্বর ৯৮ জন যুগ্ম-সচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়েছিল সরকার।

অনুসন্ধান ও তদন্তের জট কাটাতে দুদকে ১৫টি বিশেষ টাস্কফোর্স

ইউনূস-টুর্ক ফোনালাপ: নির্বাচনে ভুয়া তথ্য ঠেকাতে সহায়তার আশ্বাস

জামায়াত আমিরের নিরাপত্তায় অস্ত্রধারী দেহরক্ষী, বাসভবনে পুলিশ

২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ১০০৮ শিশুর: রোড সেফটি ফাউন্ডেশন

উত্তরায় গ্যাস সরবরাহ বন্ধ, কারণ জানাল তিতাস

চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন

৭টি দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৩২৮টি অ্যাপার্টমেন্ট-বাড়ি-দোকান, কোন দেশে কত

বিজয় দিবসে প্যারাস্যুট জাম্প: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নতুন অর্জন

বিদেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৮২৪ কোটি টাকার সম্পদ ক্রোকের আদেশ

নিকাব নিয়ে ‎বিএনপি নেতা মোশাররফের বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রী সংস্থার মানববন্ধন