হোম > জাতীয়

অতিরিক্ত সচিব হলেন ৯২ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্থায়ী পদ না থাকলেও ৯২ জন যুগ্ম-সচিবকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত সচিব করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় আজ মঙ্গলবার এক প্রজ্ঞাপনে তাঁদের পদোন্নতি দিয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে। পদোন্নতি পাওয়া তিনজন লিয়েন ও শিক্ষা ছুটিতে রয়েছেন, তাঁরা কাজে যোগ দিলে পদোন্নতির আদেশ হবে।

অতিরিক্ত সচিবের অনুমোদিত পদের সংখ্যা এখন ২১২টি। নতুন ৯২ জনকে নিয়ে জনপ্রশাসনে এখন অতিরিক্ত সচিবের সংখ্যা দাঁড়িয়েছে ৫০৮ জন। পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের ই-মেইলে যোগদানপত্র পাঠাতে বলা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, এবার ১৩তম ব্যাচের কর্মকর্তারা অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন। এর বাইরে আগের বঞ্চিত ব্যাচের কয়েকজন কর্তকর্তাও পদোন্নতি পেয়েছেন। নিয়মিত পদ না থাকায় পদোন্নতিপ্রাপ্ত অনেক অতিরিক্ত সচিবকে ইন সিটু করে অর্থাৎ আগের দপ্তরেই রাখা হবে।

অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতির জন্য এবার ৩৫০ জন যুগ্ম-সচিবকে বিবেচনায় আনা হলেও তাঁদের মধ্যে ৯২ জন পদোন্নতি পেয়েছেন। পদোন্নতি বিধিমালা অনুযায়ী, অতিরিক্ত সচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের ৭০ শতাংশ এবং অন্য ক্যাডারের যুগ্ম-সচিব পদমর্যাদার ৩০ শতাংশ কর্মকর্তাকে বিবেচনা করা হয়। গত বছরের ২৬ সেপ্টেম্বর ৯৮ জন যুগ্ম-সচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়েছিল সরকার।

গণভোট আইনসভায় নাগরিকদের প্রতিনিধিত্ব নিশ্চিত করবে: আলী রীয়াজ

বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান

সরকারি নীতির বিপরীতে কারখানার অনুমোদন

যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতে ৭৫ দেশের তালিকায় পাকিস্তান, নেই ভারত

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মঞ্জুরুলের বিষয়ে রুল ২ সপ্তাহে নিষ্পত্তির নির্দেশ

গাজায় সৈন্য পাঠানো নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্র উপদেষ্টা

বরিশাল, ময়মনসিংহ ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠন

তিন শ্রেণির আদালত-ট্রাইব্যুনালকে বিশেষ আদালত ঘোষণা

বাহরাইনে পোস্টাল ব্যালটের ভাইরাল ভিডিওর যে ব্যাখ্যা দিলেন ইসি সচিব

রামগড়ে পাহাড় কাটা বরদাশত করা হবে না, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ নৌপরিবহন উপদেষ্টার