হোম > জাতীয়

দেশের ৫২ শতাংশ মানুষের হাতে স্মার্টফোন, ব্যবহারে এগিয়ে নারীরা

  নিজস্ব প্রতিবেদক, ঢাকা 

বাংলাদেশের জনসংখ্যার প্রায় ৫২ দশমিক ২ শতাংশ মানুষের হাতে স্মার্টফোন রয়েছে। মোবাইল ফোন ব্যবহারে পুরুষের চেয়ে নারীরা এগিয়ে রয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ জরিপে এ তথ্য উঠে এসেছে। 

জরিপ অনুসারে, মোবাইল ফোন ব্যবহারে দেশের নারীরা পুরুষদের চেয়ে শূন্য দশমিক ১ শতাংশ এগিয়ে রয়েছে। গত তিন মাসে নারীর মোবাইল ফোন ব্যবহারের হার ৯০ শতাংশ। পুরুষের এই হার ৮৯ দশমিক ৯ শতাংশ। 

সম্প্রতি প্রকাশিত বিবিএসের প্রাথমিক প্রতিবেদনে দেখা যায়, দিনে অন্তত একবার ইন্টারনেট ব্যবহারের হিসাবেও পুরুষদের পেছনে ফেলেছেন নারীরা। মোট জনসংখ্যার ৬৮ দশমিক ৯ শতাংশ নারী ও ৬৭ দশমিক ৭ শতাংশ পুরুষ দিনে অন্তত একবার ইন্টারনেট ব্যবহার করেন। তবে সপ্তাহে অন্তত একবার ইন্টারনেট ব্যবহারের হিসাবে নারীর চেয়ে এগিয়ে রয়েছে পুরুষেরা। ২৫ দশমিক ৫ শতাংশ পুরুষ ও ২৪ দশমিক ১ শতাংশ নারী সপ্তাহে অন্তত একবার ইন্টারনেট ব্যবহার করেন। 

সমীক্ষায় বলা হয়েছে, মোট জনসংখ্যার ইন্টারনেট ব্যবহারকারীর হার ২০১৩ সালের ৬ দশমিক ৭ শতাংশ থেকে ২০২২ সালে বেড়ে দাঁড়িয়েছে ৩৮ দশমিক ৯ শতাংশে। 

জরিপে দেখা গেছে, কম্পিউটার ব্যবহারকারীর সংখ্যা সবচেয়ে বেশি চট্টগ্রামে (১৫ শতাংশ) এবং সবচেয়ে কম বরিশালে (৪ শতাংশ)। এতে বলা হয়, বিভাগ অনুসারে, বাসায় ইন্টারনেট ব্যবহারের হার ঢাকায় সর্বোচ্চ ৫৪ দশমিক ২ শতাংশ এবং রাজশাহীতে সর্বনিম্ন ১৯ দশমিক ৭ শতাংশ। 

২০১৩ সালে মোবাইল ব্যবহারের হার ছিল ৮১ দশমিক ৭ শতাংশ। তা ২০২২ সালে বেড়ে হয়েছে ৮৯ দশমিক ৯ শতাংশ। 

দুদকের তদন্ত: ৭ দেশে জাবেদের আরও ৬১৫ সম্পদের সন্ধান

রক্তসাগর পাড়ি দিয়ে পুব আকাশে স্বাধীনতার সূর্য

ত্যাগ, বীরত্ব আর গৌরবের জ্বলন্ত সাক্ষী মুক্তিযুদ্ধ জাদুঘর

নতুন প্রত্যাশা জাতির মনে

প্রস্তাবিত পুলিশ কমিশন অধ্যাদেশ হবে অর্থহীন ও আত্মঘাতী: টিআইবি

ডেভিল হান্ট ২: দুই দিনে গ্রেপ্তার সহস্রাধিক, অস্ত্র উদ্ধার ৬

জাতীয়-ধর্মীয়-সামাজিক অনুষ্ঠানে নির্বাচনী বিধি মানার নির্দেশ ইসির

‘হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা’—সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিল ইসি

লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালুর নির্দেশ কেন দেওয়া হবে না—জানতে চেয়ে রুল

বিজয় দিবসে বঙ্গভবনের আশপাশের সড়ক এড়িয়ে চলার অনুরোধ ডিএমপির