হোম > জাতীয়

দেশের ৫২ শতাংশ মানুষের হাতে স্মার্টফোন, ব্যবহারে এগিয়ে নারীরা

  নিজস্ব প্রতিবেদক, ঢাকা 

বাংলাদেশের জনসংখ্যার প্রায় ৫২ দশমিক ২ শতাংশ মানুষের হাতে স্মার্টফোন রয়েছে। মোবাইল ফোন ব্যবহারে পুরুষের চেয়ে নারীরা এগিয়ে রয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ জরিপে এ তথ্য উঠে এসেছে। 

জরিপ অনুসারে, মোবাইল ফোন ব্যবহারে দেশের নারীরা পুরুষদের চেয়ে শূন্য দশমিক ১ শতাংশ এগিয়ে রয়েছে। গত তিন মাসে নারীর মোবাইল ফোন ব্যবহারের হার ৯০ শতাংশ। পুরুষের এই হার ৮৯ দশমিক ৯ শতাংশ। 

সম্প্রতি প্রকাশিত বিবিএসের প্রাথমিক প্রতিবেদনে দেখা যায়, দিনে অন্তত একবার ইন্টারনেট ব্যবহারের হিসাবেও পুরুষদের পেছনে ফেলেছেন নারীরা। মোট জনসংখ্যার ৬৮ দশমিক ৯ শতাংশ নারী ও ৬৭ দশমিক ৭ শতাংশ পুরুষ দিনে অন্তত একবার ইন্টারনেট ব্যবহার করেন। তবে সপ্তাহে অন্তত একবার ইন্টারনেট ব্যবহারের হিসাবে নারীর চেয়ে এগিয়ে রয়েছে পুরুষেরা। ২৫ দশমিক ৫ শতাংশ পুরুষ ও ২৪ দশমিক ১ শতাংশ নারী সপ্তাহে অন্তত একবার ইন্টারনেট ব্যবহার করেন। 

সমীক্ষায় বলা হয়েছে, মোট জনসংখ্যার ইন্টারনেট ব্যবহারকারীর হার ২০১৩ সালের ৬ দশমিক ৭ শতাংশ থেকে ২০২২ সালে বেড়ে দাঁড়িয়েছে ৩৮ দশমিক ৯ শতাংশে। 

জরিপে দেখা গেছে, কম্পিউটার ব্যবহারকারীর সংখ্যা সবচেয়ে বেশি চট্টগ্রামে (১৫ শতাংশ) এবং সবচেয়ে কম বরিশালে (৪ শতাংশ)। এতে বলা হয়, বিভাগ অনুসারে, বাসায় ইন্টারনেট ব্যবহারের হার ঢাকায় সর্বোচ্চ ৫৪ দশমিক ২ শতাংশ এবং রাজশাহীতে সর্বনিম্ন ১৯ দশমিক ৭ শতাংশ। 

২০১৩ সালে মোবাইল ব্যবহারের হার ছিল ৮১ দশমিক ৭ শতাংশ। তা ২০২২ সালে বেড়ে হয়েছে ৮৯ দশমিক ৯ শতাংশ। 

খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করতে মানুষের ঢল

খালেদা জিয়াকে চিরবিদায় জানাতে আসবেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা

খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার

প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি: আসিফ নজরুল

খালেদা জিয়ার জানাজা-দাফনে মোতায়েন থাকবেন ১০ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

খালেদা জিয়ার মৃত্যুতে নোয়াবের শোক

আবারও বাড়ল পোস্টাল ভোটের নিবন্ধনের সময়

খালেদা জিয়ার ৩ আসনে এখন কী হবে, জানাল নির্বাচন কমিশন