হোম > জাতীয়

এবারও কোরবানির পশু পরিবহনে বিশেষ ট্রেন চলবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে গতবারের মতো এবারও কোরবানির পশু পরিবহনে ‘ক্যাটল স্পেশাল ট্রেন’ চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। বিশেষ এই ট্রেনে কোরবানির গরু, মহিষ, ছাগল ও ভেড়া পরিবহন করা হবে। 

বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদাত আলী পশু পরিবহনে ট্রেন চালুর বিষয়ে আজকের পত্রিকাকে বলেন, কোরবানির পশু পরিবহনে আমরা প্রস্তুতি নিয়েছি। তবে করোনা পরিস্থিতি কোন দিকে যায় সেটা একটা বিষয়। করোনা পরিস্থিতির উন্নতি হলে সরকার চাইলে ট্রেন চলবে। আমরা আশা করছি, ক্যাটল স্পেশাল ট্রেন চলবে। 

পশু পরিবহনে বিশেষ এই ট্রেনে দেশের বিভিন্ন স্টেশন যেমন, দেওয়ানগঞ্জ বাজার, ইসলামপুর বাজার, মেলান্দাহ বাজার, জামালপুর, দুরমুট, ময়মনসিংহ স্টেশন থেকে কোরবানির পশু ঢাকা স্টেশন পর্যন্ত পরিবহনের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। 

বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে বলা হয়েছে, পশু ব্যবসায়ীরা ট্রেনে করে কোরবানির পশু নিরাপদে স্বল্প খরচে এবং স্বল্প সময়ে ঢাকায় এনে কমলাপুর স্টেশনের নিকটবর্তী গোপীবাগ (কমলাপুর), শাজাহানপুর, মুগদা পশুর হাটগুলোতে নিতে পারবেন। 

জানা গেছে, কোরবানি ঈদের দুতিন দিন আগে থেকে ক্যাটেল স্পেশাল ট্রেনে কোরবানির পশু পরিবহন শুরু হবে। পশু পরিবহন করার জন্য দুটি রেক প্রস্তুত করা হয়েছে। একটি ওয়াগনে ১৬টি গরু পরিবহন করা যাবে। প্রতিটি ট্রেনে ২৪টি করে ওয়াগন থাকবে। 

এর আগে করোনা পরিস্থিতিতে কৃষি পণ্য পরিবহনে বিশেষ পার্সেল ট্রেন এবং আম পরিবহনে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন চালু করা হয়েছিল। 

কার্যক্রম প্রভাবিত করতে মনগড়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে: গুম কমিশন

জনসচেতনতায় ‘ভোটের গাড়ির’ প্রচারণা শুরু সোমবার

দেড় দশকে পুলিশ, বিচার ও প্রশাসনের ভিত দুর্বল করা হয়েছে: আসিফ নজরুল

নির্বাচনের পরিবেশ তৈরিতে অপারেশন শুরু করবে যৌথ বাহিনী: ইসি সানাউল্লাহ

হাদি হত্যা: ফয়সালসহ সংশ্লিষ্টদের অ্যাকাউন্টে ১২৭ কোটি টাকার লেনদেন

‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আগামী পাঁচ দিন শীতের অনুভূতি বাড়বে

অবশেষে প্রজাপতি প্রতীকে নিবন্ধন পেল আমজনতার দল

ফয়সালের অবস্থান নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: অতিরিক্ত আইজিপি

এনএসআইয়ের ১৩ কর্মকর্তার দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে দুদক