হোম > জাতীয়

৪৩তম বিসিএসে বাদ পড়াদের আবেদন পুনর্বিবেচনায় ৯ জানুয়ারি সভা

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­

৪৩তম বিসিএসে বাদ পড়া প্রার্থীদের আবেদন পুনর্বিবেচনায় আগামী ৯ জানুয়ারি সভায় বসবে জনপ্রশাসন মন্ত্রণালয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সভাপতিত্বে তাঁর দপ্তরে ওই দিন বেলা সাড়ে ১১টায় এই সভা হবে জানিয়ে আজ রোববার নোটিশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নব নিয়োগ শাখা।

নোটিশে বলা হয়েছে, ৪৩তম বিসিএস পরীক্ষায় বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সুপারিশ করা ২ হাজার ১৬৩ প্রার্থীর মধ্যে ১ হাজার ৮৯৬ প্রার্থীর নিয়োগ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ২২৭ প্রার্থী সম্পর্কে গোয়েন্দা প্রতিবেদনে বিরূপ মন্তব্য থাকায় তাঁদের নিয়োগ প্রজ্ঞাপন জারি করা হয়নি।

নোটিশে আরও বলা হয়, ‘এ প্রার্থীরা তাঁদের নিয়োগের বিষয় পুনর্বিবেচনার জন্য আবেদন করেছেন। এ বিষয়ে আগামী ৯ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সভাপতিত্বে তাঁর সভাকক্ষে একটি সভা অনুষ্ঠিত হবে।’

সভায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই), নিয়োগ পদোন্নতি এবং প্রেষণ (এপিডি) অনুবিভাগের অতিরিক্ত সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন, অভ্যন্তরীণ ও নব নিয়োগ অধিশাখার যুগ্ম সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন-৪ শাখার উপসচিবও থাকবেন।

৪৩তম বিসিএসে চূড়ান্ত নিয়োগ থেকে বাদ পড়া প্রার্থীরা গত ১ জানুয়ারি সচিবালয়ের সামনে অবস্থান নেন। তাঁরা জনপ্রশাসন সচিবের কাছে এ বিষয়ে লিখিত আবেদন দেন। এরপর গত ২ জানুয়ারি ওই সব প্রার্থীর বাদ পড়ার কারণ জানায় জনপ্রশাসন মন্ত্রণালয়। বাদ পড়া প্রার্থীরা পুনর্বিবেচনার আবেদন করলে তা গ্রহণ করা হবে বলে জানায় জনপ্রশাসন মন্ত্রণালয়।

১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে: মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা

বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের সম্ভাবনা তৈরি হয়েছে: ড্যান মজিনা

অনুসন্ধান ও তদন্তের জট কাটাতে দুদকে ১৫টি বিশেষ টাস্কফোর্স

ইউনূস-টুর্ক ফোনালাপ: নির্বাচনে ভুয়া তথ্য ঠেকাতে সহায়তার আশ্বাস

জামায়াত আমিরের নিরাপত্তায় অস্ত্রধারী দেহরক্ষী, বাসভবনে পুলিশ

২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ১০০৮ শিশুর: রোড সেফটি ফাউন্ডেশন

উত্তরায় গ্যাস সরবরাহ বন্ধ, কারণ জানাল তিতাস

চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন

৭টি দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৩২৮টি অ্যাপার্টমেন্ট-বাড়ি-দোকান, কোন দেশে কত

বিজয় দিবসে প্যারাস্যুট জাম্প: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নতুন অর্জন