হোম > জাতীয়

সাফ টুর্নামেন্ট বিজয়ী ফুটবল দলকে সংবর্ধনা দেবে সরকার: রিজওয়ানা হাসান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ ফুটবল টিমকে সরকার সংবর্ধনা দেবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠক শেষে এ কথা জানান তিনি। 

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনায় উপদেষ্টা পরিষদের এ বৈঠক অনুষ্ঠিত হয়। 

রিজওয়ানা হাসান সাংবাদিকদের বলেন, সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ ফুটবল টিমকে সরকার সংবর্ধনা দেবে। বন্যার কারণে রপ্তানিমুখী যেসব শিল্পপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানকার শ্রমিকদের স্বার্থ যেন সুরক্ষিত থাকে, সে জন্য সরকারের পক্ষ থেকে সহায়তার কার্যক্রম চলবে। 

তিনি বলেন, অর্থ মন্ত্রণালয় থেকে সংস্কার কার্যক্রম নেওয়া হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে—কালোটাকা সাদা করার যে বিধি ও রীতি রয়েছে, সেটি বন্ধ করে দেওয়া হবে। এটা থেকে সরকার যেটুকু টাকা আনতে পারে, সে টাকা দিয়ে সরকারের খুব আগায় না। তবে মূল্যবোধের অবক্ষয় হয়। এটার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

উপদেষ্টা বলেন, ‘অর্থ পাচারের বিরুদ্ধে কার্যক্রম শুরু হয়ে গেছে। দ্রব্যমূল্য মানুষের ক্রয়সীমার মধ্যে রাখতে সরকার কার্যক্রম শুরু করেছে।’

রামগড়ে পাহাড় কাটা বরদাশত করা হবে না, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ নৌপরিবহন উপদেষ্টার

নির্বাচন ঘিরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ‘অন-অ্যারাইভাল ভিসা’ বন্ধ: পররাষ্ট্র উপদেষ্টা

৪৩৪ কোটি টাকা আত্মসাৎ: পি কে হালদারসহ ৩৫ জনের বিরুদ্ধে ১২ মামলা

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ

‎বিদেশে পালিয়ে থাকাদের হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

আচরণবিধি লঙ্ঘন, মামুনুল হককে শোকজ

দুদকের জিজ্ঞাসাবাদের মুখে সংস্থার সাবেক কমিশনার জহুরুল

১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে: মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা

বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের সম্ভাবনা তৈরি হয়েছে: ড্যান মজিনা

অনুসন্ধান ও তদন্তের জট কাটাতে দুদকে ১৫টি বিশেষ টাস্কফোর্স