হোম > জাতীয়

বন্যাকবলিত চার বিভাগে দেড় মাসে ৯২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বন্যাকবলিত চার বিভাগে গত প্রায় দেড় মাসে ৯২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে পানিতে ডুবে। কেবল পানিতে ডুবেই মারা গেছেন ৬৬ জন। এছাড়া বজ্রপাতে ১৪ জন, ডায়রিয়ায় একজন, সাপের কামড়ে দুজন এবং অন্যান্য রোগে নয়জনের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার সরকারি অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ১৭ মে থেকে ২৮ জুন পর্যন্ত দেশের চার বিভাগে বন্যার কারণে আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ৫৫ জনের মৃত্যু হয়েছে সিলেট বিভাগে। এর বাইরে ময়মনসিংহে ৩১ জন এবং রংপুরে ৫ জন।

প্রতিবেদনে আরও বলা হয়, পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্তদের মধ্যে ডায়রিয়ার শিকার হয়েছে সর্বোচ্চ ছয় হাজার ১৫২ জন। চোখের রোগে (আরটিআই) আক্রান্ত হয়েছে ৩৮১ জন, বজ্রপাতে আহত হয়েছে ১৫ জন, সাপের কামড়ের শিকার ১২ জন, চর্মরোগে ভুগছেন ৭৩৮ জন, চোখের প্রদাহ ১৯৭ জন, পানিতে ডুবে ৫৬ জন ও বিভিন্ন আঘাতের শিকার হয়েছেন ২৩২ জন এবং অন্যান্য রোগের শিকার হয়েছেন আরও এক হাজার ৭১৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, দেশে বন্যাকবলিত এলাকাগুলোতে পানিতে ডুবে, ডায়রিয়া, সাপের কাপড় ও আঘাতজনিত নানা কারণে আহত হয়েছেন ৯ হাজার ৪৯৬ জন।

সরকারি কর্মচারীদের বেতন বাড়বে ১০৫ থেকে ১৪২%

প্রতীক নিয়ে মাঠে প্রার্থীরা, জমবে এবার কথার লড়াই

গুম থাকার সময়ের লোমহর্ষক বর্ণনা দিলেন ব্যারিস্টার আরমান

মুক্তিযোদ্ধার সন্তান না হয়েও কোটায় বিসিএস, ২১ জনের বিরুদ্ধে দুদকের মামলা

জয় বাংলা ব্রিগেড: হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আরও শুনানি ৯ ফেব্রুয়ারি

সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯ হাজারের বেশি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ছে দ্বিগুণ থেকে আড়াই গুণ, সর্বনিম্ন ২০ হাজার টাকা

নির্বাচন সামনে রেখে আজ থেকে পরীক্ষা শুরু, ১২ ফেব্রুয়ারি ফাইনাল: প্রধান উপদেষ্টা

মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী আবুল কালাম আজাদকে আপিলের নথি সরবরাহের নির্দেশ ট্রাইব্যুনালের

ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাট কিনতে কোটি টাকা, জীবিকা নির্বাহে আরও ১ কোটি দেবে সরকার