হোম > জাতীয়

বন্যাকবলিত চার বিভাগে দেড় মাসে ৯২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বন্যাকবলিত চার বিভাগে গত প্রায় দেড় মাসে ৯২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে পানিতে ডুবে। কেবল পানিতে ডুবেই মারা গেছেন ৬৬ জন। এছাড়া বজ্রপাতে ১৪ জন, ডায়রিয়ায় একজন, সাপের কামড়ে দুজন এবং অন্যান্য রোগে নয়জনের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার সরকারি অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ১৭ মে থেকে ২৮ জুন পর্যন্ত দেশের চার বিভাগে বন্যার কারণে আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ৫৫ জনের মৃত্যু হয়েছে সিলেট বিভাগে। এর বাইরে ময়মনসিংহে ৩১ জন এবং রংপুরে ৫ জন।

প্রতিবেদনে আরও বলা হয়, পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্তদের মধ্যে ডায়রিয়ার শিকার হয়েছে সর্বোচ্চ ছয় হাজার ১৫২ জন। চোখের রোগে (আরটিআই) আক্রান্ত হয়েছে ৩৮১ জন, বজ্রপাতে আহত হয়েছে ১৫ জন, সাপের কামড়ের শিকার ১২ জন, চর্মরোগে ভুগছেন ৭৩৮ জন, চোখের প্রদাহ ১৯৭ জন, পানিতে ডুবে ৫৬ জন ও বিভিন্ন আঘাতের শিকার হয়েছেন ২৩২ জন এবং অন্যান্য রোগের শিকার হয়েছেন আরও এক হাজার ৭১৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, দেশে বন্যাকবলিত এলাকাগুলোতে পানিতে ডুবে, ডায়রিয়া, সাপের কাপড় ও আঘাতজনিত নানা কারণে আহত হয়েছেন ৯ হাজার ৪৯৬ জন।

বরিশাল, ময়মনসিংহ ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠন

তিন শ্রেণির আদালত-ট্রাইব্যুনালকে বিশেষ আদালত ঘোষণা

বাহরাইনে পোস্টাল ব্যালটের ভাইরাল ভিডিওর যে ব্যাখ্যা দিলেন ইসি সচিব

রামগড়ে পাহাড় কাটা বরদাশত করা হবে না, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ নৌপরিবহন উপদেষ্টার

নির্বাচন ঘিরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ‘অন-অ্যারাইভাল ভিসা’ বন্ধ: পররাষ্ট্র উপদেষ্টা

৪৩৪ কোটি টাকা আত্মসাৎ: পি কে হালদারসহ ৩৫ জনের বিরুদ্ধে ১২ মামলা

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ

‎বিদেশে পালিয়ে থাকাদের হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

আচরণবিধি লঙ্ঘন, মামুনুল হককে শোকজ

দুদকের জিজ্ঞাসাবাদের মুখে সংস্থার সাবেক কমিশনার জহুরুল