হোম > জাতীয়

প্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধে মামলা সাহসী সাংবাদিকতাকে ভয় দেখানো: নোয়াব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রথম আলোর সম্পাদক ও নোয়াবের সাবেক সভাপতি মতিউর রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ধারা প্রয়োগ তাঁকে হয়রানি করা ও তাঁর পত্রিকার সাহসী সাংবাদিকতাকে ভয় দেখানোর সমান বলে মনে করে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।

আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে সংবাদপত্রের মালিকদের সংগঠন নোয়াবের সভাপতি এ কে আজাদ এ কথা বলেন।

গত কয়েক দিনে ডিজিটাল নিরাপত্তা আইনের (ডিএসএ) আওতায় কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করার পদক্ষেপ নোয়াবের কাছে অগ্রহণযোগ্য মনে হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, সাংবাদিকদের বিরুদ্ধে ডিএসএর ক্রমবর্ধমান প্রয়োগ শঙ্কাজনক। বিভিন্ন সময়ে সরকারের উচ্চ পর্যায়ে ডিএসএ সম্পর্কে নোয়াবের আপত্তি জানানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এ ধরনের আইন মুক্ত মতপ্রকাশ, স্বাধীন সাংবাদিকতা তথা প্রাগ্রসর সমাজ-নির্মাণের স্বপ্ন ও পদ্ধতির সঙ্গে সংগতিপূর্ণ নয় বলে নোয়াব মনে করে। 

নোয়াব মতিউর রহমানের বিরুদ্ধে মামলা অবিলম্বে তুলে নিতে ও প্রথম আলোর রিপোর্টার শামসুজ্জামান শামসের মুক্তি দাবি করেছে। একই সঙ্গে সাংবাদিকদের বিরুদ্ধে আনা সব ধরনের মামলা প্রত্যাহারের জন্যও সংগঠনটি দাবি জানিয়েছে।

ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন