হোম > জাতীয়

দুদিনের মধ্যে পেঁয়াজের দাম না কমলে আমদানির অনুমতি দেবে কৃষি মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গত এক মাসে পেঁয়াজের দাম বেড়ে দ্বিগুণ হয়ে গেছে ৷ কৃষি মন্ত্রণালয়ের অনুমতি না থাকায় পেঁয়াজ আমদানি করা যাচ্ছে না৷ তবে দুদিনের মধ্যে দাম না কমলে কৃষি মন্ত্রণালয় পেঁয়াজ আমদানির অনুমতি দেবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

আজ মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন ৷

সাংবাদিকদের প্রশ্নের জবাবে টিপু মুনশি বলেন, ‘পেঁয়াজ আমদানিতে কোনো বাধা নেই। কৃষি মন্ত্রণালয় একটা ইমপোর্ট পারমিট (আমদানির অনুমতি) দেয়। তারা এত দিন ধরে সেটা বন্ধ রেখেছিল। আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ে কোনো বাধা নেই। তারা (কৃষি মন্ত্রণালয়) চাইছিল যে আমাদের দেশের কৃষকেরা যেন ন্যায্য দাম পান। গতকাল আমি শুনেছি, আজকে বা কালকের মধ্যে যদি দাম না কমে তাহলে তারা পারমিশনটা (অনুমতি) দিয়ে দেবে।’ 

চিনির দাম বৃদ্ধি নিয়ে অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী টিপু মুনশি বলেন, ‘আগামী এক-দুই দিনের মধ্যে চিনির দাম কমবে। নির্ধারিত দামের চেয়ে বেশি দামে চিনি বিক্রি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ 

তবে চিনির দাম আর বাড়বে না উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমাদের ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন যারা এসব দাম ঠিক করে, তারা সমস্ত রকম ক্রাইটেরিয়া ফুলফিল করে একটি দাম ঠিক করেছে। আমরা যে দাম ঠিক করেছি তার থেকে বেশি দামে বাজারে চিনি বিক্রি হয়, সেটা আমরা জানি। আমরা ভোক্তা অধিকার ও অ্যাডমিনিস্ট্রেশনকে নির্দেশনা দিয়েছি, যাতে করে যারা নির্ধারিত দামের থেকে বেশি দামে চিনি বিক্রি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে।’

সরকারি কর্মচারীদের বেতন বাড়বে ১০৫ থেকে ১৪২%

প্রতীক নিয়ে মাঠে প্রার্থীরা, জমবে এবার কথার লড়াই

গুম থাকার সময়ের লোমহর্ষক বর্ণনা দিলেন ব্যারিস্টার আরমান

মুক্তিযোদ্ধার সন্তান না হয়েও কোটায় বিসিএস, ২১ জনের বিরুদ্ধে দুদকের মামলা

জয় বাংলা ব্রিগেড: হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আরও শুনানি ৯ ফেব্রুয়ারি

সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯ হাজারের বেশি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ছে দ্বিগুণ থেকে আড়াই গুণ, সর্বনিম্ন ২০ হাজার টাকা

নির্বাচন সামনে রেখে আজ থেকে পরীক্ষা শুরু, ১২ ফেব্রুয়ারি ফাইনাল: প্রধান উপদেষ্টা

মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী আবুল কালাম আজাদকে আপিলের নথি সরবরাহের নির্দেশ ট্রাইব্যুনালের

ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাট কিনতে কোটি টাকা, জীবিকা নির্বাহে আরও ১ কোটি দেবে সরকার