হোম > জাতীয়

দুদিনের মধ্যে পেঁয়াজের দাম না কমলে আমদানির অনুমতি দেবে কৃষি মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গত এক মাসে পেঁয়াজের দাম বেড়ে দ্বিগুণ হয়ে গেছে ৷ কৃষি মন্ত্রণালয়ের অনুমতি না থাকায় পেঁয়াজ আমদানি করা যাচ্ছে না৷ তবে দুদিনের মধ্যে দাম না কমলে কৃষি মন্ত্রণালয় পেঁয়াজ আমদানির অনুমতি দেবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

আজ মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন ৷

সাংবাদিকদের প্রশ্নের জবাবে টিপু মুনশি বলেন, ‘পেঁয়াজ আমদানিতে কোনো বাধা নেই। কৃষি মন্ত্রণালয় একটা ইমপোর্ট পারমিট (আমদানির অনুমতি) দেয়। তারা এত দিন ধরে সেটা বন্ধ রেখেছিল। আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ে কোনো বাধা নেই। তারা (কৃষি মন্ত্রণালয়) চাইছিল যে আমাদের দেশের কৃষকেরা যেন ন্যায্য দাম পান। গতকাল আমি শুনেছি, আজকে বা কালকের মধ্যে যদি দাম না কমে তাহলে তারা পারমিশনটা (অনুমতি) দিয়ে দেবে।’ 

চিনির দাম বৃদ্ধি নিয়ে অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী টিপু মুনশি বলেন, ‘আগামী এক-দুই দিনের মধ্যে চিনির দাম কমবে। নির্ধারিত দামের চেয়ে বেশি দামে চিনি বিক্রি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ 

তবে চিনির দাম আর বাড়বে না উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমাদের ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন যারা এসব দাম ঠিক করে, তারা সমস্ত রকম ক্রাইটেরিয়া ফুলফিল করে একটি দাম ঠিক করেছে। আমরা যে দাম ঠিক করেছি তার থেকে বেশি দামে বাজারে চিনি বিক্রি হয়, সেটা আমরা জানি। আমরা ভোক্তা অধিকার ও অ্যাডমিনিস্ট্রেশনকে নির্দেশনা দিয়েছি, যাতে করে যারা নির্ধারিত দামের থেকে বেশি দামে চিনি বিক্রি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে।’

৩০৫ জনের প্রার্থিতা প্রত্যাহার, লড়াইয়ে ১৯৬৭ জন

পছন্দের প্রতীকই পেলেন তাসনিম জারা

ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনে ৭২ কোটি টাকা বরাদ্দ, বিদ্যুৎ না থাকা কেন্দ্রে যে ব্যবস্থা

একাত্তরে মানবতাবিরোধী অপরাধ: মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা আবুল কালামের আত্মসমর্পণ

এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে ১৫ হাজার ডলার বন্ড লাগবে না: মার্কিন দূতাবাস

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এবারও কলকাতা বইমেলা থেকে বাংলাদেশ বাদ, থাকছে না যুক্তরাষ্ট্রও

ইসিতে বিএনপির অভিযোগ: জামায়াত, এনসিপিসহ ৪ দলকে ইসির সতর্কবার্তা

স্বরাষ্ট্র উপদেষ্টা পরিচয়ে রাজশাহীর ডিসিকে বিভ্রান্তিকর বার্তা, গ্রেপ্তার ১

এক মাসে ক্রোক ও অবরুদ্ধ ২৪০০ কোটি টাকার অবৈধ সম্পদ