হোম > জাতীয়

হাসপাতালে ভর্তি আরও ৪০৯ ডেঙ্গু রোগী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অক্টোবরজুড়েই চলছে ডেঙ্গুর তীব্র প্রকোপ। প্রতিদিন কয়েক শ মানুষ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। প্রাণ হারাচ্ছে অনেকে। তবে সরকারি হিসাবের আওতাধীন হাসপাতালগুলোতে গত ২৪ ঘণ্টায় কোনো ডেঙ্গু রোগীর মৃত্যু হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিন ৪০৯ জনের শরীরে ডেঙ্গুর অস্তিত্ব পাওয়া গেছে। 

আজ শুক্রবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অ্যান্ড কন্ট্রোল রুমের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রাজধানীর ৫২টি সরকারি-বেসরকারি হাসপাতালের পাশাপাশি আট বিভাগের সরকারি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) ৪০৯ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে এ বছর ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে ২৯ হাজার ১০৭ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে চলতি মাসে আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ১৫। 

অন্যদিকে আগের দিন চারজনের মৃত্যু হলেও গত এক দিনে এসব হাসপাতালে কেউ মারা যায়নি বলে জানিয়েছে অধিদপ্তর। ফলে মৃতের সংখ্যা আগের দিনের মতো ১১০ জনই রয়েছে। এর মধ্যে চলতি মাসেই ৫৫ জন। 

এ বছর আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি হয়েছে ঢাকা মহানগরীতে। ডেঙ্গু রোগীদের ৭২ শতাংশ রাজধানীতে বসবাসকারী। এর মধ্যে ২ হাজার ১৮২ জন বর্তমানে ডেঙ্গু বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন। 

এসব রোগীর মধ্যে প্রাণ হারিয়েছে ৬৫ জন। এর মধ্যে সর্বোচ্চ ১২ জনের মৃত্যু হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এ ছাড়া মিটফোর্ড হাসপাতালে ১০ জন, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ১০ জন। মোট মৃত্যুর দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ জন চট্টগ্রামে। আর জেলাভিত্তিক সবচেয়ে বেশি ২২ জনের প্রাণহানি ঘটেছে কক্সবাজারে। 

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ৩ হাজার ২০৭ জন। এদের মধ্যে ঢাকায় ২ হাজার ১৮২ জন এবং বাইরে ১ হাজার ১৫ জন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি: ভোটের আগে আতঙ্ক জনমনে

শোকে স্তব্ধ নিহত সেনাদের স্বজনেরা লাশের অপেক্ষায়

বুদ্ধিজীবী হত্যার দায়ে জামায়াতের দুই ছাত্রনেতা আশরাফ ও মুঈনুদ্দীনকে মৃত্যুদণ্ড দিয়েছিল ট্রাইব্যুনাল

হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হবে: প্রেস উইং

পদায়নের জন্য রাজনৈতিক পদলেহন করবেন না—বিদায়ী ভাষণে বিচারকদের প্রধান বিচারপতি

চোরাগোপ্তা হামলার শঙ্কা থাকলেও ভোট নিয়ে শঙ্কা দেখছে না ইসি

হাদির ছবি আঁকা হেলমেট পরে স্কাই ডাইভিং করবেন আশিক চৌধুরী

রাজনৈতিক দলের জন্য নিরাপত্তা প্রটোকল দেবে পুলিশ

ভারতীয় হাইকমিশনারকে তলব করে হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারের অনুরোধ

ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব