হোম > জাতীয়

দুই ডোজের ব্যবধান কমানো যায় কিনা, দেখতে বললেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রথম ডোজ নেওয়ার পর করোনার দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার ব্যবধান কমানো যায় কিনা তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে আলাপ করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার।

সোমবার মন্ত্রিসভা বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের বলেন, টিকার দ্বিতীয় ডোজের সময় ১৫ বা ২০ দিন করা যায় কিনা প্রধানমন্ত্রী তা দেখতে বলেছেন। যদি সম্ভব হয় আমরা সেটাও করব। অন্যান্য দেশে ১৫ দিনের মধ্যেই দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে। টিকাপ্রাপ্তি সাপেক্ষে এখন কারিগরি কমিটি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে আলাপ করে সেই সিদ্ধান্ত নেব। 

মন্ত্রিসভার সিদ্ধান্ত জানানোর সময় মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘আমরা এক মাসের ব্যবধানে দুটি ডোজ দিচ্ছি। অনেক দেশে দেখা যাচ্ছে আরও কম সময়ে দ্বিতীয় ডোজ দিচ্ছে। সেই বিষয়টি বিবেচনার জন্য প্রধানমন্ত্রী বিশেষ নির্দেশনা দিয়েছেন। টেকনিক্যাল সাইড দেখে কম সময়ের ব্যবধানে দ্বিতীয় ডোজ দেওয়া যায় কিনা তা দেখতে বলেছেন প্রধানমন্ত্রী।’ 

মন্ত্রিপরিষদ সচিব জানান, টিকা পাওয়া গেলে দ্রুত কীভাবে তা কলকারখানার শ্রমিকদের আলাদা কর্মসূচির মাধ্যমে দেওয়া যায় সে বিষয়েও মন্ত্রিসভা নির্দেশনা দিয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, শুধু কারখানার শ্রমিকেরা নয়, তাঁদের পরিবারসহ টিকা দিতে হবে। স্বাস্থ্যমন্ত্রীও কনফার্ম করেছেন, উনি এটা দেখবেন।

জঙ্গল সলিমপুরে ‘কম্বাইন্ড অপারেশন’ চালানো হবে: প্রেস সচিব

৪ নতুন থানা হচ্ছে, বদলে যাচ্ছে মহিলা-শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম

বিকেলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির বৈঠক

স্বাস্থ্যতে একীভূত হচ্ছে দুই বিভাগ, ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত সাতক্ষীরা জেলা

আন্দোলনের সময় রামপুরায় ২৫ মার্চের মতো হত্যাযজ্ঞ চালানো হয়: চিফ প্রসিকিউটর

লুট হওয়া অস্ত্র নির্বাচনের আগে উদ্ধারের তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা: প্রেস সচিব

সাবেক গভর্নর ড. আতিউরসহ ২৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

চানখাঁরপুলে ৬ হত্যা মামলার রায় আজ হচ্ছে না, নতুন তারিখ ২৬ জানুয়ারি

মানবতাবিরোধী অপরাধ: চানখাঁরপুলে ৬ শিক্ষার্থী হত্যা মামলার রায় আজ

৫৯ শতাংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা