হোম > জাতীয়

৩০১ কোটি টাকা ব্যয়ে মহাসড়কে বসছে এক্সেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্র

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: মহাসড়কে অতিরিক্ত পণ্য পরিবহন ঠেকাতে এক্সেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্র বসানোর উদ্যোগ নিয়েছে সরকার। গুরুত্বপূর্ণ মহাসড়কে এক্সেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপনে খরচ হবে ৩০১ কোটি ৩৫ লাখ ৬১ হাজার ৫৮২ টাকা। আজ বুধবার দুপুরে অর্থনৈতিক বিষয়ক ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক এটি অনুমোদন দেওয়া হয়।

জানা গেছে, মহাসড়কে এক্সেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন করার উদ্যোগটি গ্রহণ করে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। এই কাজটি বাস্তবায়ন করবে সড়ক ও জনপথ অধিদপ্তর।

এক্সেল লোড প্রকল্পের বিষয়ে খোঁজ নিয়ে জানা যায়, গুরুত্বপূর্ণ মহাসড়কে পণ্য পরিবহনের উৎসমুখে এক্সেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন প্রকল্পের প্রথম প্যাকেজের কাজ করার জন্য। উন্মুক্ত পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে দুটি দরপত্র জমা পড়ে। দরপত্রের সকল প্রক্রিয়া শেষে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান হয়েছে ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং লিমিটেডে এর নিকট থেকে ৩০১ কোটি ৩৫ লাখ ৬১ হাজার ৫৮২ টাকার প্রকল্পের প্রথম প্যাকেজের কাজ ক্রয়ের অনুমোদনের জন্য প্রস্তাব উপস্থাপন করা হলে সেটি আজ অনুমোদন দেওয়া হয়েছে।

এর আগে গত এপ্রিল মাসের ২১ তারিখে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক ‘গুরুত্বপূর্ণ মহাসড়কে পণ্য পরিবহনের উৎসমুখে এক্সেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন’প্রকল্পের দ্বিতীয় প্যাকেজের কাজের জন্য ঠিকাদার প্রতিষ্ঠান হয়েছে হেক্টরে ইঞ্জিনিয়ার্স লিমিটেড নিয়োগের প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

দুটি প্যাকেজের আওতায় মহাসড়কে এক্সেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন প্রকল্প বাস্তবায়ন করা হবে।

সড়ক ও জনপথ অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রকল্পের আওতায় হবিগঞ্জ, কুমিল্লা, বাগেরহাট, চাঁপাইনবাবগঞ্জ, পঞ্চগড়, দিনাজপুর, শেরপুর, ময়মনসিংহ, সাতক্ষীরা, নীলফামারী, চুয়াডাঙ্গা, চট্টগ্রাম, গাজীপুর, মাদারীপুর, সিলেট জেলাসহ আরও কয়েকটি জেলার মহাসড়কে এক্সেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্র বসতে পারে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব (টোল ও এক্সেল শাখা) ফাইমিদা হক খান এ প্রকল্পের বিষয়ে আজকের পত্রিকাকে বলেন, এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে যাতে মহাসড়কে অতিরিক্ত পণ্য পরিবহন রোধ করা যায়। তা ছাড়া নির্ধারিত সময়ের আগেই মহাসড়কগুলো যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে জন্যও প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে। এই প্রকল্প বাস্তবায়নের ফলে টেকসই নিরাপদ ব্যয় সাশ্রয়ী সড়ক অবকাঠামো এবং সমন্বিত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত হবে।

অন্তর্বর্তী সরকারের জ্বালানি-বিদ্যুৎ খাতের মহাপরিকল্পনা বাতিলের দাবি

পূর্বাচল প্লট দুর্নীতি: হাসিনা-টিউলিপ-রাদওয়ানের মামলার রায় ২ ফেব্রুয়ারি

ইসির ভেতরে আপিল শুনানি, বাইরে ছাত্রদলের ঘেরাও কর্মসূচি

প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব নিয়ে সিদ্ধান্ত আজ

জাতীয় সংসদ নির্বাচন: দলগুলোর কাঠগড়ায় ইসি

প্রার্থিতা ফিরে পেলেন আরও ৪৪ জন, আপিল শুনানি শেষ কাল

নির্বাচন পর্যবেক্ষণে মাঠে ইইউর ৫৬ পর্যবেক্ষক

জুলাইয়ের চেতনার নামে গরু কোরবানি, মধ্যরাতে অফিসে হামলা, আগুন দেওয়া নজিরবিহীন: হাসান হাফিজ

‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের প্রচারের নৈতিক ভিত্তি জুলাইয়ের আত্মদান: আলী রীয়াজ

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত