হোম > জাতীয়

শিক্ষকদের ওপর হামলার ঘটনায় ইউনিসেফের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের বিভিন্ন স্থানে শিক্ষকদের ওপর হামলার ঘটনায় ইউনিসেফ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতিসংঘের শিশুবিষয়ক সংগঠনটি এই উদ্বেগ প্রকাশ করে। এসব হামলার নিন্দা জানিয়ে ইউনিসেফ শিক্ষকদের সুরক্ষা ও নিরাপত্তা বজায় রাখার আহ্বান জানিয়েছে। 

ইউনিসেফ বলেছে, শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করতে শিক্ষকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কিন্তু এই কাজটি পালনের জন্য শিক্ষার্থীদের গঠনমূলক চিন্তা করতে শেখানো, তাদের পরিপূর্ণ সম্ভাবনা অনুযায়ী ও ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষকদের কোনো ধরনের ভীতি ছাড়াই শেখাতে সক্ষম হতে হবে। 

শিক্ষকদের ওপর হামলাকে শিক্ষার ওপর হামলা বলে অভিহিত করে ইউনিসেফ বলেছে, শিক্ষকদের সহিংসতা থেকে সুরক্ষিত রাখতে ব্যর্থ হলে, শেষ পর্যন্ত শিশুরাই ক্ষতিগ্রস্ত হবে। 

শিক্ষক হেনস্তার ঘটনা প্রতিনিয়তই ঘটছে। গত ২৫ জুন ঢাকার আশুলিয়ায় হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে ক্রিকেট স্টাম্প দিয়ে বেধড়ক পেটায় একই প্রতিষ্ঠানের দশম শ্রেণির শিক্ষার্থী আশরাফুল আহসান জিতু। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে গত ১৮ জুন নড়াইলে মির্জাপুর ইউনাইটেড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে স্থানীয় প্রশাসন ও পুলিশের উপস্থিতিতেই জুতার মালা পরিয়ে দেয় স্থানীয়রা। 

প্রথম আলো-ডেইলি স্টারে হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় সম্পাদক পরিষদ ও নোয়াব

হাদির মৃত্যুতে উদ্বেগ, নিরপেক্ষ তদন্তের আহ্বান জানালেন জাতিসংঘের ফলকার তুর্ক

হাদি হত্যার প্রতিবাদে গণমাধ্যমের ওপর হামলার দায় সরকার এড়াতে পারে না: টিআইবি

ওসমান হাদির জানাজার সময় এগিয়ে শনিবার বেলা দুইটায়

ভাঙচুর ও লুটতরাজকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান ছায়ানটের

ওসমান হাদির লাশের আগমন ঘিরে শাহজালাল বিমানবন্দরজুড়ে কঠোর নিরাপত্তা

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা-অগ্নিসংযোগকারীদের জবাবদিহির আওতায় আনুন: সিপিজে

বাংলাদেশে গণমাধ্যমের ওপর হামলায় মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের নিন্দা

সিসি ক্যামেরা ফুটেজ দেখে জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে: ছায়ানট পরিদর্শন শেষে ফারুকী

ঢাকায় পৌঁছেছে ওসমান হাদির মরদেহ