হোম > জাতীয়

দুবাইয়ে বাংলাদেশ হেল্পডেস্ক চালু

দুবাইয়ের আবির ইমিগ্রেশন সেন্টারে ‘বাংলাদেশ হেল্প ডেস্ক’ চালু করা হয়েছে। এর মাধ্যমে সেবা প্রার্থীদের সার্বক্ষণিক পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করা হচ্ছে। আজ বৃহস্পতিবার দুবাইয়ের কনস্যুলেট জেনারেল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকালে দুবাই ইমিগ্রেশনের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আহমেদ আল মারির সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই ও উত্তর আমিরাতের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন। 

সে সময় উপস্থিত ছিলেন কাউন্সেলর (লেবার) মো. আব্দুস সালাম, কাউন্সেলর (পাসপোর্ট ও ভিসা) মোহাম্মদ কাজী ফয়সাল, দূতালয় প্রধান মো. আশফাক হোসাইন ও প্রথম সচিব (প্রেস) মো. আরিফুর রহমান। 

তখন কনসাল জেনারেল ও তার সহকর্মীদের নিয়ে জেনারেল মারি আবির ইমিগ্রেশন সেন্টারে সাধারণ ক্ষমা সংক্রান্ত বিভিন্ন সেবা কার্যক্রম পরিদর্শন করেন। বাংলাদেশের কনসাল জেনারেল দুবাই ইমিগ্রেশন কর্তৃক সুশৃঙ্খল আয়োজন, চমৎকার ব্যবস্থাপনা, সেবা-প্রার্থীদের জন্য পানযোগ্য পানি ও অন্যান্য সুবিধা প্রদানের জন্য জেনারেল মারিকে ধন্যবাদ জানান। 

জেনারেল মারি প্রবাসী বাংলাদেশিদের কালক্ষেপণ না করে যত দ্রুত সম্ভব সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করার আহ্বান জানান এবং আমের সেন্টার/ইমিগ্রেশন অফিসে এসে সেবা গ্রহণের ক্ষেত্রে অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনার পরামর্শ দেন। 

কনস্যুলেটের কর্মকর্তাবৃন্দ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল কর্তৃক সেখানে স্থাপিত ‘বাংলাদেশ হেল্প ডেস্ক’ ঘুরে দেখেন এবং সেবা প্রার্থীদের সঙ্গে কথা বলেন। কনসাল জেনারেল আবির সেন্টারে উপস্থিত সরাসরি চাকরি প্রদানকারী ১৮টি প্রতিষ্ঠানের ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং বাংলাদেশি চাকরি প্রার্থীরা যাতে কোম্পানিগুলোতে সহজে চাকরির সুযোগ পান সে বিষয়ে কোম্পানি প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।

পদায়নের জন্য রাজনৈতিক পদলেহন করবেন না—বিদায়ী ভাষণে বিচারকদের প্রধান বিচারপতি

চোরাগোপ্তা হামলার শঙ্কা থাকলেও ভোট নিয়ে শঙ্কা দেখছে না ইসি

হাদির ছবি আঁকা হেলমেট পরে স্কাই ডাইভিং করবেন আশিক চৌধুরী

রাজনৈতিক দলের জন্য নিরাপত্তা প্রটোকল দেবে পুলিশ

ভারতীয় হাইকমিশনারকে তলব করে হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারের অনুরোধ

ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

গুমের মামলায় হাসিনা ও সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২১ ডিসেম্বর

বিকেলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসবে ইসি

সুদানে নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিচয় জানাল আইএসপিআর

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা