হোম > জাতীয়

ডেঙ্গুর বিস্তার রোধে যে পদক্ষেপ নিতে বললেন হাইকোর্ট

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

সারা দেশে ডেঙ্গুর বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে ডেঙ্গু নিয়ন্ত্রণ, প্রতিরোধ ও নির্মূলের পথ বের করতে দেশি–বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি করারও নির্দেশ দেওয়া হয়েছে।

এই সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

ডেঙ্গুর বিস্তার রোধে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে আইনজীবী বনী ইসমাইল গত সপ্তাহে রিটটি করেন। রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মাহিন মুক্তাদির রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজ বিন ইউসুফ।

আইনজীবী মাহিন মুক্তাদির আজকের পত্রিকাকে বলেন, কার্যকর পদক্ষেপের বিষয়ে আগামী ৩০ দিনের মধ্যে এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করে ৬০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। কমিটি দীর্ঘ মেয়াদি পরিকল্পনা করবেন।

তিনি বলেন, ডেঙ্গুর বিস্তার রোধে নিষ্ক্রিয়তা কেন জনস্বার্থবিরোধী ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত। স্থানীয় সরকার সচিব, স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসক, প্রধান নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

এলপিজির দামে নৈরাজ্য, অজুহাত আমদানি সংকট

প্রার্থিতা ফিরে পেতে আপিলে যেসব নির্দেশনা মানতে হবে

পোস্টাল ব্যালটে ভোটের ছবি-ভিডিও শেয়ার করলে এনআইডি ব্লক করা হবে: ইসি

তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

সড়ক দুর্ঘটনা: ক্ষতিপূরণ আবেদনের সময় বাড়িয়ে দ্বিগুণ করার প্রস্তাব

এনইআইআর চালু: একজনের নামে ২০০ ফোনসেট নিবন্ধন!

সংসদ নির্বাচন: আযাদ, মান্নাসহ ৮৭ জনের মনোনয়নপত্র বাতিল

একটি আইএমইআই নম্বরেই ৩ কোটি ৯১ লাখ স্মার্টফোন: ফয়েজ আহমদ তৈয়্যব

গুরুতর অসুস্থ ড. কামাল হোসেন হাসপাতালে ভর্তি

‘দেশের চাবি আপনার হাতে’ স্লোগানে গণভোটের প্রচারে সরকার