হোম > জাতীয়

ডেঙ্গুর বিস্তার রোধে যে পদক্ষেপ নিতে বললেন হাইকোর্ট

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

সারা দেশে ডেঙ্গুর বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে ডেঙ্গু নিয়ন্ত্রণ, প্রতিরোধ ও নির্মূলের পথ বের করতে দেশি–বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি করারও নির্দেশ দেওয়া হয়েছে।

এই সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

ডেঙ্গুর বিস্তার রোধে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে আইনজীবী বনী ইসমাইল গত সপ্তাহে রিটটি করেন। রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মাহিন মুক্তাদির রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজ বিন ইউসুফ।

আইনজীবী মাহিন মুক্তাদির আজকের পত্রিকাকে বলেন, কার্যকর পদক্ষেপের বিষয়ে আগামী ৩০ দিনের মধ্যে এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করে ৬০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। কমিটি দীর্ঘ মেয়াদি পরিকল্পনা করবেন।

তিনি বলেন, ডেঙ্গুর বিস্তার রোধে নিষ্ক্রিয়তা কেন জনস্বার্থবিরোধী ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত। স্থানীয় সরকার সচিব, স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসক, প্রধান নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

২৯ জানুয়ারি থেকে এক দশক পর ফের চালু হচ্ছে ঢাকা-করাচি ফ্লাইট

পৌনে ৭ লাখ প্রবাসীর কাছে পাঠানো হলো পোস্টাল ব্যালট

পাকিস্তান সফরে বিমানবাহিনীর প্রধান, আলোচনায় জেএফ-১৭ যুদ্ধবিমান ক্রয়

বাংলাদেশিদের যুক্তরাষ্ট্রে ঢুকতে দিতে হবে ভিসা বন্ড, নতুন মার্কিন নিয়ম

ভোটের গাড়ি শুধু শহরে, গ্রামের মানুষ জানে না

দ্বিতীয় দিনে ইসিতে ১২২টি আপিল আবেদন

নির্বাচনে এআইয়ের অপব্যবহার নিয়ে শঙ্কা, ঠেকাতে উদ্যোগ নেই সরকারের: দেবপ্রিয় ভট্টাচার্য

আনিসুল-সালমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ১২ জানুয়ারি

নির্বাচন-সংক্রান্ত তথ্য ও অভিযোগ গ্রহণে ১০ কর্মকর্তাকে দায়িত্ব দিল ইসি

প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য