হোম > জাতীয়

বাংলাদেশের নির্বাচনের দিকে তাকিয়ে বিশ্ব: মোমেনের সঙ্গে বৈঠকে ব্লিঙ্কেন

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন কেমন হবে, সে বিষয়ে সমগ্র বিশ্ব আগ্রহী বলে মনে করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। 

দেশটির পররাষ্ট্র দপ্তরে ওয়াশিংটন সময় সোমবার (১০ এপ্রিল) দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে ব্লিঙ্কেন একথা বলেন।

ঢাকায় প্রাপ্ত বৈঠকের একটি রেকর্ড অনুযায়ী, 'বিশ্ব বাংলাদেশের নির্বাচনের দিকে তাকিয়ে আছে' উল্লেখ করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের ওপর গুরুত্ব আরোপ করেন।

মার্কিন মন্ত্রী বাংলাদেশে ধর্মীয় ও নৃতাত্ত্বিক সংখ্যালঘু জনগোষ্ঠী ও শ্রমিকদের বিভিন্ন ধরনের অধিকার সমুন্নত রাখা, সন্ত্রাসবাদ দূর করার ওপরও গুরুত্ব আরোপ করেন বলে পররাষ্ট্রমন্ত্রী মোমেন পরে ওয়াশিংটনে স্থানীয় সাংবাদিকদের জানান।

মোমেন বলেন, তিনি মার্কিন মন্ত্রীকে জানিয়েছেন যে আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু উপায়ে সম্পন্ন হবে। এ বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। 

বাংলাদেশে আশ্রিত মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের সেদেশে ফেরত পাঠানো, মার্কিন বিভিন্ন উন্নয়ন-সহায়তা তহবিল থেকে বাংলাদেশে উন্নয়ন-সহায়তা প্রদানের জন্য যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছেন বলেও জানান আব্দুল মোমেন।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানসহ উভয়পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: তিন দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

বিজয়ের পূর্বক্ষণে বেছে বেছে হত্যা করা হয় বুদ্ধিজীবীদের

সুদানে ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

সিইসি ও চার নির্বাচন কমিশনারের বিশেষ নিরাপত্তা চেয়ে ডিএমপিকে ইসির চিঠি

হাদির ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানালেন রোকেয়া পদকজয়ীরা

সুদানে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত, যুদ্ধ চলমান: আইএসপিআর

মানবাধিকার কমিশন অধ্যাদেশ আমলাতন্ত্রের হাতে জিম্মি: টিআইবি

মনোনয়নপত্র দাখিলের সময় প্রার্থীদের যা যা মানতে হবে

ঋণ নয়, ক্ষতিপূরণ চাই—জলবায়ু সমাবেশে ধনী দেশগুলোকে বক্তারা

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ অবিলম্বে চালু হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা