হোম > জাতীয়

এনবিআরের ২ সদস্যকে বাধ্যতামূলক অবসর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শীর্ষ পর্যায়ের দুই কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক আদেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন এনবিআরের সদস্য (চলতি দায়িত্ব) আবু সাঈদ মো. মুস্তাক এবং ট্যাকসেস আপিলাত ট্রাইব্যুনালের সদস্য ও সাবেক কর কমিশনার মো. গোলাম কবীর।

আদেশে বলা হয়েছে, তাঁদের চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হয়েছে। সরকার জনস্বার্থে তাঁদের অবসর দেওয়াকে যুক্তিযুক্ত মনে করায় সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার ক্ষমতাবলে তাঁদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

অভিযোগ রয়েছে, এনবিআরের এই দুই কর্মকর্তা ইনকাম ট্যাক্স জোন-৫-এ দায়িত্ব পালনকালে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন। বিশেষভাবে আলোচিত ৭২১ কোটি টাকা চীন থেকে দেশে এনে রেমিট্যান্স হিসেবে দেখানোর ঘটনায় তাঁদের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই ঘটনায় করছাড় সুবিধা দিতে রেমিট্যান্স সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল, যা পরে বিতর্কিত হয়ে ওঠে।

প্রশাসনিক সূত্রে জানা গেছে, প্রাথমিক তদন্তে তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রমাণ পাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার চাইছে, রাজস্ব খাতে স্বচ্ছতা নিশ্চিত করতে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হোক।

প্রার্থীদের তিন ভাগের এক ভাগ তরুণ-যুবা

পোস্টাল ভোট: উড়ে আসা ভোটও হতে পারে কিছু আসনের ফল নির্ধারক

সুপারিশের এক বছর পরও হয়নি স্থায়ী অ্যাটর্নি সার্ভিস

শেখ হাসিনার সহকারী একান্ত সচিব লিকুর স্ত্রীর ১০ তলা ভবন ক্রোক

৪৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা

আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় হওয়ার নির্দেশ ইসির

এবার আনিসুল হক ও তৌফিকা করিমের বিরুদ্ধে অর্থ পাচারের মামলা

দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৮ প্রার্থী

এস আলম গ্রুপের আরও ৪৩১.৬৯ শতাংশ জমি ক্রোকের নির্দেশ

চাঁদপুর-২ আসনে বিএনপি প্রার্থী জালাল উদ্দিনের ব্যাংক হিসাব অবরুদ্ধ