হোম > জাতীয়

এনবিআরের ২ সদস্যকে বাধ্যতামূলক অবসর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শীর্ষ পর্যায়ের দুই কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক আদেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন এনবিআরের সদস্য (চলতি দায়িত্ব) আবু সাঈদ মো. মুস্তাক এবং ট্যাকসেস আপিলাত ট্রাইব্যুনালের সদস্য ও সাবেক কর কমিশনার মো. গোলাম কবীর।

আদেশে বলা হয়েছে, তাঁদের চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হয়েছে। সরকার জনস্বার্থে তাঁদের অবসর দেওয়াকে যুক্তিযুক্ত মনে করায় সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার ক্ষমতাবলে তাঁদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

অভিযোগ রয়েছে, এনবিআরের এই দুই কর্মকর্তা ইনকাম ট্যাক্স জোন-৫-এ দায়িত্ব পালনকালে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন। বিশেষভাবে আলোচিত ৭২১ কোটি টাকা চীন থেকে দেশে এনে রেমিট্যান্স হিসেবে দেখানোর ঘটনায় তাঁদের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই ঘটনায় করছাড় সুবিধা দিতে রেমিট্যান্স সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল, যা পরে বিতর্কিত হয়ে ওঠে।

প্রশাসনিক সূত্রে জানা গেছে, প্রাথমিক তদন্তে তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রমাণ পাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার চাইছে, রাজস্ব খাতে স্বচ্ছতা নিশ্চিত করতে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হোক।

প্রার্থিতা ফিরে পেতে আপিলে যেসব নির্দেশনা মানতে হবে

পোস্টাল ব্যালটে ভোটের ছবি-ভিডিও শেয়ার করলে এনআইডি ব্লক করা হবে: ইসি

তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

সড়ক দুর্ঘটনা: ক্ষতিপূরণ আবেদনের সময় বাড়িয়ে দ্বিগুণ করার প্রস্তাব

এনইআইআর চালু: একজনের নামে ২০০ ফোনসেট নিবন্ধন!

সংসদ নির্বাচন: আযাদ, মান্নাসহ ৮৭ জনের মনোনয়নপত্র বাতিল

একটি আইএমইআই নম্বরেই ৩ কোটি ৯১ লাখ স্মার্টফোন: ফয়েজ আহমদ তৈয়্যব

গুরুতর অসুস্থ ড. কামাল হোসেন হাসপাতালে ভর্তি

‘দেশের চাবি আপনার হাতে’ স্লোগানে গণভোটের প্রচারে সরকার

আরও একটি মেডিকেল কলেজের অনুমোদন দিল সরকার