হোম > জাতীয়

রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলো দ্বিতীয় ধাপের সংলাপ শুরু হয়েছে। ছবি: আজকের পত্রিকা

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলো দ্বিতীয় ধাপের সংলাপ শুরু হয়েছে। আজ সোমবার বিকেল চারটা ৫০ মিনিটের পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ সংলাপ শুরু হয়। জাতীয় ঐকমত্য কমিশন সভাপতি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ সংলাপ উদ্বোধন করেন।

সংলাপে দেশের ২৮টি রাজনৈতিক দল ও দুটি জোটের নেতারা অংশ নিচ্ছেন। প্রথমে ২৬টি দল ও দুটি জোটকে আমন্ত্রণ করা হলেও শেষ পর্যায়ে জমিয়তে উলামায়ে বাংলাদেশ ও ইসলামী ঐক্যজোটকে আমন্ত্রণ জানানো হয়।

সংলাপে বিএনপির প্রতিনিধি দলে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস কাজল এবং জামায়াত ইসলামির প্রতিনিধি দলে নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আযাদ এবং এনসিপির প্রতিনিধি আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, এলডিপির চৌধুরী হাসান সারওয়ার্দী, আন্দোলনের জোনায়েদ সাকি, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, খেলাফত মজলিশের ড আহমদ আব্দুল কাদের, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, গনঅধিকার পরিষদের নুরুল হক নুর, সিপিবির সাজেদুল হক রুবেল, বাসদের বজলুর রশিদ ফিরোজ, এবি পার্টির আসাদুজ্জামান ফুয়াদ, নাগরিক ঐক্যের সাকিব আনোয়ার প্রমুখ নেতৃবৃন্দ অংশ নিচ্ছেন। এ ছাড়া ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজসহ অন্য সদস্যরা উপস্থিত রয়েছেন।

তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

সড়ক দুর্ঘটনা: ক্ষতিপূরণ আবেদনের সময় বাড়িয়ে দ্বিগুণ করার প্রস্তাব

এনইআইআর চালু: একজনের নামে ২০০ ফোনসেট নিবন্ধন!

সংসদ নির্বাচন: আযাদ, মান্নাসহ ৮৭ জনের মনোনয়নপত্র বাতিল

একটি আইএমইআই নম্বরেই ৩ কোটি ৯১ লাখ স্মার্টফোন: ফয়েজ আহমদ তৈয়্যব

গুরুতর অসুস্থ ড. কামাল হোসেন হাসপাতালে ভর্তি

‘দেশের চাবি আপনার হাতে’ স্লোগানে গণভোটের প্রচারে সরকার

আরও একটি মেডিকেল কলেজের অনুমোদন দিল সরকার

বায়তুল মোকাররমে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া

নির্বাচন ও গণভোট: কেন্দ্র বাড়ছে না, ভোটকক্ষ ও গোপন কক্ষ বাড়ছে