হোম > জাতীয়

আচরণবিধি লঙ্ঘন: ১০ প্রার্থীসহ অর্ধশতাধিক মামলার সিদ্ধান্ত ইসির 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপি ও সমমনাদের বর্জন করা নির্বাচনেও নির্বাচনী আচরণবিধি ভঙ্গের হিড়িক পড়েছে। নির্বাচনী আরচণবিধি লঙ্ঘনের কারণে ১০ জন প্রার্থীসহ ৬০ এর অধিক প্রার্থী-সমর্থকের বিরুদ্ধে অর্ধশতাধিক মামলা করার সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৪ জানুয়ারী) রাতে সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। 

এই ১০ জন প্রার্থীর মধ্যে চারজন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী। একজন জাতীয় পার্টি এবং বাকিরা স্বতন্ত্র প্রার্থী। 

সূত্র জানায়, বৃহস্পতিবারই প্রার্থী ও তাদের সমর্থকদের বিরুদ্ধে ৪২টি মামলা দায়ের করার নির্দেশনা দিয়েছে কমিশন।

যেসব প্রার্থীর বিরুদ্ধে মামলা করেছে ইসি
রাজশাহী-৪ আসনে নৌকার প্রার্থী আবুল কালাম আজাদ; নোয়াখালী-২ আসনে মোরশেদ আলম; চট্টগ্রাম-১৬ আসনে মোস্তাফিজুর রহমান; ও ঝিনাইদহ-১ আসনে আব্দুল হাই; মাগুরা-২ জাপার মো. মুরাদ আলী; জয়পুরহাট-২ আসনে স্বতন্ত্র প্রার্থী গোলাম মাহফুজ চৌধুরী; ঠাকুরগাঁও-২ মো. আলী আসলাম; নোয়াখালী-২ আতাউর রহমান ভূঁইয়া; নেত্রকোনা-১ জান্নাতুল ফেরদৌস আরা; এবং মেহেরপুর-১ আসনে আব্দুল মান্নান। 

অভিযোগের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, প্রায় ছয়’শর মতো অভিযোগ পেয়েছি। তার মধ্যে আমরা প্রায় চারশও মতো অভিযোগ এন্টারটেইন করেছি। এন্টারটেইন করে নির্বাচন কমিশন কার্যালয় থেকে কি করণীয় বা কি পদক্ষেপ গৃহিতব্য সেটা আমরা সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদেরকে জানিয়েছি। 

জানা যায়, নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে বিভিন্ন রাজনৈতিক দল, স্বতন্ত্র প্রার্থীসহ ও সমর্থকদের এ পর্যন্ত ৫৮৯টি শোকজ ও তলব নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

উত্তরায় গ্যাস সরবরাহ বন্ধ, কারণ জানাল তিতাস

চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন

৭টি দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৩২৮টি অ্যাপার্টমেন্ট-বাড়ি-দোকান, কোন দেশে কত

বিজয় দিবসে প্যারাস্যুট জাম্প: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নতুন অর্জন

বিদেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৮২৪ কোটি টাকার সম্পদ ক্রোকের আদেশ

নিকাব নিয়ে ‎বিএনপি নেতা মোশাররফের বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রী সংস্থার মানববন্ধন

দেশজুড়ে মবের প্রতিবাদে ‘গণমাধ্যম সম্মিলন’ ডাকল নোয়াব ও সম্পাদক পরিষদ

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ৯২ বার

শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই

নিখোঁজ শিশু উদ্ধারে ‘মুন অ্যালার্ট’ ও হেল্পলাইন চালু