হোম > জাতীয়

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে চায় আজারবাইজান

প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। ছবি: এক্স

আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ আজ বৃহস্পতিবার বলেছেন, তাঁর দেশ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় এবং দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে চায়। কপ-২৯ গ্লোবাল ক্লাইমেট কনফারেন্সে দেশটির রাজধানী বাকুতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে প্রেসিডেন্ট আলিয়েভ এ মন্তব্য করেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

আজারবাইজানের প্রেসিডেন্ট জানান, আগামী বছরের শুরুর দিকে আজারবাইজানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসবে। এই সফরে উভয় দেশের মধ্যে ব্যাপক পরিসরে সম্পর্ক স্থাপনের সম্ভাবনাগুলো খতিয়ে দেখা যায়। আলিয়েভ বলেন, তাঁর দেশ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী এবং ঢাকা শহরে একটি স্থায়ী দূতাবাস খোলার বিষয়ে ভাবছে। কারণ, উভয় দেশের মধ্যে বাণিজ্য এবং আন্তর্জাতিক সহযোগিতার সুযোগ বৃদ্ধি পাচ্ছে।

প্রেসিডেন্ট আলিয়েভ বাংলাদেশে জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের প্রশংসা করে বলেন, তিনি গত কয়েক মাস ধরে বাংলাদেশের ঘটনাবলি পর্যবেক্ষণ করছেন। তিনি উল্লেখ করেন, আজারবাইজানে যুবকদের জন্য একটি আত্ম-কর্মসংস্থান কর্মসূচি চলছে, যা ড. ইউনূসের ধারণা থেকে অনুপ্রাণিত।

এ সময় আজারবাইজানের প্রেসিডেন্ট ড. ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানিয়ে বলেন, তাঁর নেতৃত্বে বাংলাদেশ উন্নতি করবে। তিনি বলেন, ‘আপনার কাজটি অত্যন্ত চ্যালেঞ্জিং, তবে আমি জানি, আপনি সেই ব্যক্তি যিনি এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবেন।’ প্রেসিডেন্ট আলিয়েভ জানান, তাঁর দেশ দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে ডিজিটাল সেবা চালু করেছে এবং তাদের ডিজিটালাইজেশনের অভিজ্ঞতা বাংলাদেশকে জানাতে আগ্রহী।

সাক্ষাতে প্রধান উপদেষ্টা দুই দেশের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করার আহ্বান জানান। তিনি বলেন, ‘দ্বিপক্ষীয় বাণিজ্য, জনগণের মধ্যে আন্তঃসম্পর্ক এবং বড় আন্তর্জাতিক ফোরামে সহযোগিতা বাড়লে উভয় দেশই সমৃদ্ধি লাভ করতে পারে।’

অধ্যাপক ইউনূস বলেন, ‘মধ্য এশিয়ার তেলসমৃদ্ধ দেশগুলোতে আরও বেশি বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়া উচিত। সাম্প্রতিক বছরগুলোতে শত শত বাংলাদেশি আজারবাইজানের জাহাজ নির্মাণ শিল্পে কাজের সুযোগ পেয়েছেন।’

বৈঠকে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুফতে সিদ্দিকী, এসডিজি বিষয়ক সিনিয়র সচিব এবং প্রধান সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং তুরস্ক ও আজারবাইজানে বাংলাদেশের রাষ্ট্রদূত এম. আমানুল হক উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ

খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করতে মানুষের ঢল

খালেদা জিয়াকে চিরবিদায় জানাতে আসবেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা

খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার

প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি: আসিফ নজরুল

খালেদা জিয়ার জানাজা-দাফনে মোতায়েন থাকবেন ১০ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

খালেদা জিয়ার মৃত্যুতে নোয়াবের শোক

আবারও বাড়ল পোস্টাল ভোটের নিবন্ধনের সময়