হোম > জাতীয়

ক্যাটল স্পেশাল ট্রেনে ৮৩৬ গরু ঢাকায় আসছে কাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু পরিবহনে রোববার ঢাকায় আসবে ক্যাটল স্পেশাল ট্রেন। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও জামালপুর থেকে মোট ৮৩৬টি গরু ও ১২০টি ছাগল আসবে এই ট্রেনে।

বাংলাদেশ রেলওয়ের পরিচালক (ট্রাফিক) মোহাম্মদ সফিকুর রহমান জানিয়েছেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে চারটি ওয়াগনে ৮০টি গরু, রাজশাহী স্টেশন থেকে একটি ওয়াগনে ২০টি গরু এবং বড়াল ব্রিজ স্টেশন থেকে একটি ওয়াগনে ১০০টি ছাগল ঢাকা আসবে।

এ ছাড়া দেওয়ানগঞ্জ বাজার স্টেশন ও ইসলামপুর স্টেশন থেকে মোট ৭৩৬টি গরু ও ২০টি ছাগল বুকড হয়েছে। এই বিশেষ ট্রেন সার্ভিস আগামী ১৯ জুলাই পর্যন্ত চলবে।

বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে বলা হয়েছে, পশু ব্যবসায়ীরা ট্রেনে করে কোরবানির পশু নিরাপদে, স্বল্প খরচে ও স্বল্প সময়ে ঢাকায় এনে কমলাপুর স্টেশনের নিকটবর্তী পশুর হাটগুলোতে নিতে পারবেন।

গত বছরও কোরবানির পশু পরিবহনে চালু হয়েছিল এই ক্যাটল স্পেশাল ট্রেন। চাহিদা না থাকায় মাত্র একদিন চলেছিল ট্রেনটি। এক দিনে গরু এসেছিল ২৬৯টি। অন্য কোনো পশু আনা হয়নি।

এর আগে করোনা পরিস্থিতিতে কৃষকের পণ্য পরিবহনে বিশেষ পার্সেল ট্রেন এবং আম পরিবহনে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন চালু করা হয়েছিল। লকডাউন শিথিল করায় সারা দেশে যাত্রীবাহী ট্রেনও চলাচল করছে।

উল্লেখ্য, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের আমচাষিদের জন্য চালু করা ম্যাঙ্গো স্পেশাল ট্রেনটি ‘ক্যাটল স্পেশাল’ নামে চলাচল করবে। ঢাকায় আম নিয়ে যেতে গত ২৭ মে চালু হয় ম্যাঙ্গো স্পেশাল ট্রেন।

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

ডিসেম্বরে ১৫৫ কোটি টাকার বেশি চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি

বিটিএমসির বিরুদ্ধে ৪৫ কোটি টাকার যন্ত্রপাতি ১২ লাখে বিক্রির অভিযোগ, দুদকের অনুসন্ধান শুরু

সাবেক পুলিশ কর্মকর্তা হামিদুল আলম ও স্বজনদের বিরুদ্ধে দুদকের দুই মামলা

‘হত্যাচেষ্টার’ শিকারদের খোঁজ মেলেনি, শেখ হাসিনা ও জয়সহ ১১৩ আসামির অব্যাহতি চায় পিবিআই

দ্বৈত নাগরিকত্ব: চট্টগ্রাম-৯ আসনে জামায়াত প্রার্থীর আপিল নামঞ্জুর

মানবতাবিরোধী অপরাধ: আনিসুল-সালমানের বিরুদ্ধে অভিযোগ গঠন

গণভোটের সচেতনতায় দেশজুড়ে ব্যাপক কর্মসূচি শুরু সরকারের

ইসরায়েল সমর্থিত ‘সোমালিল্যান্ড’কে প্রত্যাখ্যান করল বাংলাদেশ

প্রার্থীদের তিন ভাগের এক ভাগ তরুণ-যুবা