হোম > জাতীয়

এজেন্সির অবহেলায় কেউ হজে যেতে না পারলে ব্যবস্থা: ধর্ম উপদেষ্টা

আজকের পত্রিকা ডেস্ক­

ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। ছবি: সংগৃহীত

হজযাত্রীদের হজ পালন নিশ্চিত করতে না পারলে এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, কোনো এজেন্সির অবহেলা বা গাফিলতির কারণে যদি কোনো হজযাত্রী হজ পালন করতে না পারেন, তবে এর দায় পুরোপুরি সংশ্লিষ্ট এজেন্সিকেই বহন করতে হবে। সৌদি সরকার বা ধর্মবিষয়ক মন্ত্রণালয় এর দায় নেবে না।

আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

উদেষ্টা খালিদ হোসেন বলেন, ১৪ ফেব্রুয়ারির মধ্যে সৌদি সরকারের পক্ষ থেকে হজ সেবাদানকারী কোম্পানির সঙ্গে সব চুক্তি সম্পন্ন করতে হবে। কোনো অবস্থাতেই এই সময় বাড়ানো হবে না। এজেন্সির অবহেলায় কেউ হজে যেতে না পারলে তাদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা।

ধর্ম উপদেষ্টা বলেন, এবার হজের জন্য ৮৭ হাজার ১০০ জন নিবন্ধন করেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন নিবন্ধন করেছেন। সরকারি ব্যবস্থাপনায় যাঁরা নিবন্ধন করেছেন তাঁদের সব চুক্তি সম্পন্ন করা হয়েছে। বেসরকারি ব্যবস্থাপনায় যাঁরা নিবন্ধন করেছেন, তাঁদের ক্ষেত্রে অনেক এজেন্সি চুক্তি সম্পন্ন করতে ধীর গতি দেখা যাচ্ছে।

উপদেষ্টা আরও বলেন, ‘সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় হতে গতকাল রোববারও আমাদের একটি গুরুত্বপূর্ণ বার্তা পাঠানো হয়েছে, যেখানে বলা হয়েছে চুক্তি সম্পাদনের গতি খুবই শ্লথ এবং অনেক ক্ষেত্রে তেমন কোনো অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না। ডেডলাইন ১৪ ফেব্রুয়ারি এবং এটা কোনোভাবেই বাড়ানো হবে না। বাংলাদেশ থেকে হজের জন্য নিবন্ধিত কোনো ভাই বা বোন যাতে হজ পালন করা থেকে বঞ্চিত না হয় সে বিষয়ে আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেছেন।’

ধর্ম উপদেষ্টা আরও বলেন, এজেন্সির অবহেলা বা গাফিলতির কারণে কোনো হজযাত্রী হজ করতে না পারলে সে দায় সংশ্লিষ্ট এজেন্সিকে নিতে হবে। এ দায় কোনোভাবেই সৌদি সরকার কিংবা ধর্মবিষয়ক মন্ত্রণালয় বহন করবে না।

এজেন্সির অবহেলায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে এই উপদেষ্টা বলেন, ‘এজেন্সির লাইসেন্স বাতিল তো হবেই। আর্থিক জরিমানা করা হবে।’

খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করতে মানুষের ঢল

খালেদা জিয়াকে চিরবিদায় জানাতে আসবেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা

খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার

প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি: আসিফ নজরুল

খালেদা জিয়ার জানাজা-দাফনে মোতায়েন থাকবেন ১০ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

খালেদা জিয়ার মৃত্যুতে নোয়াবের শোক

আবারও বাড়ল পোস্টাল ভোটের নিবন্ধনের সময়

খালেদা জিয়ার ৩ আসনে এখন কী হবে, জানাল নির্বাচন কমিশন